এক্সপ্লোর
PM Modi: বারাণসীতে বর্ণাঢ্য শোভাযাত্রা মোদির, সঙ্গী যোগী...মিছিলে কার্যত জনপ্লাবন
Lok Sabha Election 2024: গত ২ বারের মতোই এবারও বারাণসী থেকেই লোকসভায় লড়ছেন নরেন্দ্র মোদি। ভোটগ্রহণ ১ জুন।

নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বলা হয় উত্তরপ্রদেশ যার, দিল্লির মসনদ তার। এই প্রবাদকে একরকম সত্যি করেই গত দুইবার লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে একচেটিয়া জয় পেয়েছিল বিজেপি। দিল্লির মসনদে বসেছিলেন নরেন্দ্র মোদি।
2/10

এবার ৪০০ আসনের লক্ষ্যমাত্রা রেখেছে বিজেপি। তাই আরও বেশি করে নজর রয়েছে উত্তরপ্রদেশে। এখানেই গতবারের মতোই বারাণসী কেন্দ্র থেকেই লড়ছেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। তার আগে বারাণসীতে কার্যত জনসমুদ্রে ভাসলেন মোদি।
3/10

বারাণসীর রোড-শো-তে মোদির সঙ্গী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং গোটা দেশে বিজেপির ফায়ারব্র্যান্ড নেতা হিসেবে পরিচিক যোগী আদিত্যনাথ।
4/10

এদিন বারাণসীর মিছিলের আগে কাশী বিশ্বনাথ মন্দিরে যান মোদি।
5/10

এদিন লঙ্কাচক থেকে রোড শো করেন বারাণসীর বিজেপি প্রার্থী। তার আগে বিহারের পাটনা সাহিবের গুরুদ্বারে যান প্রধানমন্ত্রী। রান্না থেকে প্রসাদ বিতরণ, সবই করলেন নিজের হাতে।
6/10

মোদিকে দেখতে কার্যত ঢল নেমেছিল বিজেপি কর্মী-সমর্থকদের।
7/10

মোদির রোড-শোয়ের রাস্তা সাজিয়ে তোলা হয়েছিল বাহারি আলোর মালায়। একাধিক বাড়িও সাজানো হয়েছিল।
8/10

মোদি-যোগী হাতে বিজেপির প্রতীক পদ্মফুলের রেপ্লিকা নিয়ে প্রচার সারেন। বাকি নেতাদের হাতেও ছিল এই রেপ্লিকা।
9/10

X হ্য়ান্ডেলে মোদি লেখেন, কাশী বিশেষ স্থান---এখানকার বাসিন্দাদের ভালবাসা, স্নেহ অবিশ্বাস্য়।
10/10

লোকসভা নির্বাচনে শেষ অর্থাৎ সপ্তম দফায় বারাণসীতে ভোটগ্রহণ হবে। নির্বাচনের ভোটগণনা হবে ৪ জুন।
Published at : 14 May 2024 04:30 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
