আমিরের পরবর্তী ছবি 'লাল সিংহ চাড্ডা'। ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে করিনা কপূর খানকেও। সব ছবি সৌজন্য- মানব মঙ্গলানী
2/10
'রাখ' ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন। বলিউডে একটার পর একটা হিট ছবি উপহার দিয়েছেন আমির। তালিকায় রয়েছে-- 'থ্রি ইডিয়টস', 'পিকে', 'দঙ্গল', 'রং দে বসন্তি', 'লগান' ইত্যাদি।
3/10
অভিনয়ের দীর্ঘ জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন আমির। বহুক্ষেত্রে নতুন ও অভিনব চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলেছেন তিনি।
4/10
তবে, পূর্ণসময়ের জন্য তাঁর অভিনয় কেরিয়ার শুরু হয় ১৯৮৮ সালে। 'কেয়ামত সে কেয়ামত তক' ছবিতে তিনি প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।
5/10
১৯৭৩ সালে নাসির হুসেনের ছবি 'ইয়াদোঁ কি বারাত' ছবিতে শিশুশিল্পী হিসবে অভিনয় জীবনে হাতেখড়ি আমিরের।
6/10
বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' হিসেবেই পরিচিত আমির।
7/10
তিন দশক ধরে বিস্তৃত দীর্ঘ অভিনয় জীবনের মাধ্যমে নিজেকে বলিউডের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠা করেছেন আমির।
8/10
আমিরের সঙ্গে ছিলেন স্ত্রী কিরণ রাও। মেয়ে ইরা খান ও পুত্র আজাদ রাও খান।
9/10
'থ্রি-ইডিয়টস' অভিনেতাকে সম্প্রতি পরিবারের সঙ্গে দেখা যায় গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে।
10/10
লাল সিংহ চাড্ডা ছবির পোস্ট-প্রোডাকশনের কাজের ব্যস্ততার মধ্যেও পরিবারের সঙ্গে রবিবার ছুটির দিন কাটালেন বলিউড তারকা আমির খান।