Arindam Sil Birthday: অভিনেতা-পরিচালক অরিন্দম শীলের সেরা ছবির তালিকা
By : abp ananda | Updated at : 12 Mar 2022 09:43 PM (IST)
অরিন্দম শীল
1/10
আজ জন্মদিন বাংলার জনপ্রিয় অভিনেতা এবং পরিচালক অরিন্দম শীলের। জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর সেরা ছবির তালিকা।
2/10
অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ হয় অরিন্দম শীলের। পরবর্তীকালে তিনি পরিচালনাতেও আসেন। এছাড়াও বেশ কিছু ছবির এক্সিকিউটিভ প্রোডিউসর হিসেবে দেখা গিয়েছে তাঁকে।
3/10
অরিন্দম শীলকে দেখা যায় 'তুমি এলে তাই' ছবিতে। এই ছবিতে অভিনেতা হিসেবে দেখা যায় তাঁকে।
4/10
পরবর্তীকালে অভিনয় করেছেন 'দ্য বং কানেকশন', 'বোস দ্য ফরগটেন হিরো', 'একটি তারার খোঁজে', 'ল্যাপটপ', 'নোবেল চোর' এবং আরও অনেক ছবিতে। অভিনেতা হিসেবেও অরিন্দম শীল যথেষ্ট জনপ্রিয়।
5/10
২০১৩ সালে পরিচালনায় আসেন অরিন্দম শীল। 'আবর্ত' ছবি দিয়ে পরিচালনায় আসেন তিনি।
6/10
একের পর এক হিট ছবি পরিচালনা করেছেন অরিন্দম শীল। যা দর্শকমহলে যথেষ্ট প্রশংসিত হয়।
7/10
'এবার শবর', 'হর হর ব্যোমকেশ', 'ঈগলের চোখ', 'মিতিন মাসি' ও আরও অনেক ছবি পরিচালনা করেন। তাঁর পরিচালিত 'ধনঞ্জয়' ছবিটি নিয়ে প্রশংসা করেন সমালোচকরাও।
8/10
করোনা পরিস্থিতিতে বেশ খানিকটা বিরতি নিয়ে চলতি বছর অরিন্দম শীলের বেশ কয়েকটা ছবি মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই 'মহানন্দা', 'খেলা যখন' ছবির মুক্তির দিন ঘোষণা হয়েছে।
9/10
থ্রিলারধর্মী ছবি তৈরি করতে পছন্দ করেন অরিন্দম শীল। আগামী এপ্রিল মাসেই শুরু হতে চলেছে তাঁর থ্রিলার ছবি 'ইস্কাবনের বিবি'র শ্যুটিং।
10/10
'গুন্ডে', 'কাহানি', 'মেরি পেয়ারি বিন্দু' ও আরও কিছু ছবিতে এক্সিকিউটিভ প্রোডিউসর হিসেবে দেখা গিয়েছে তাঁকে। অভিনেতা-পরিচালক অরিন্দম শীলকে জন্মদিনের শুভেচ্ছা।