এক্সপ্লোর
'Hawa': শীঘ্রই ভারতে মুক্তি পাচ্ছে 'হাওয়া', শহরে ছবির গোটা টিম
'Hawa' Movie: 'হাওয়া' বাংলাদেশের চলচ্চিত্র জগতে নতুন হাওয়া এনেছে। এখন সারা ভারতে প্রদর্শিত হচ্ছে এই ছবি। এটি আগামী ১৬ ডিসেম্বর, কলকাতা ও পশ্চিমবঙ্গে এবং ৩০ ডিসেম্বর, ভারতের বাকি অংশে মুক্তি পাবে।

শহরে 'হাওয়া'
1/10

অস্কারের জন্য বাংলাদেশের নির্বাচিত ছবি ‘হাওয়া’-র প্রচারে আজ কলকাতায় হাজির হয়েছিলেন নাজিফা তুশি আর পরিচালক মেজবাউর রহমান সুমন।
2/10

'হাওয়া' বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে নতুন হাওয়া এনেছে। এখন সারা ভারতে প্রদর্শিত হচ্ছে এই ছবি। এটি আগামী ১৬ ডিসেম্বর, কলকাতা ও পশ্চিমবঙ্গে এবং ৩০ ডিসেম্বর, ভারতের বাকি অংশে মুক্তি পাবে।
3/10

আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী নাজিফা তুশি, ও পরিচালক মেজবাউর রহমান সুমন। অভিনেতা চঞ্চল চৌধুরী ভার্চুয়ালি অংশ নেন প্রচারে। বাবার অসুস্থতার জন্য কলকাতায় আসেননি তিনি।
4/10

'হাওয়া', মিথ, ফ্যান্টাসি এবং রহস্য ঘরানার ছবি যা ২৯ জুলাই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরপরই দেশের সিনেপ্রেমীদের কাছ থেকে ব্যাপক সাড়া পায়। মুক্তির চার মাস পরেও এটি এখনও প্রেক্ষাগৃহে রয়েছে। ব্যবসাও করছে।
5/10

সমালোচকদের দ্বারা বিপুল প্রশংসিত এই ছবি। দেশ-বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসব ও ইভেন্টে দেখানো হয়েছে এই ছবি।
6/10

আগামী বছরের ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কারে 'সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম' বিভাগে মনোনীত হয়েছে।
7/10

ভারতেও 'হাওয়া'-এর বড় মাইল ফলকের প্রত্যাশায় রয়েছেন আয়োজকরা। খুবই উচ্ছ্বসিত ভারতে ছবির ডিস্ট্রিবিউটর শ্রী অজয় কুমার কুণ্ডু ও শ্রেয়শী সেনগুপ্ত।
8/10

ফেসকার্ড প্রোডাকশনের ব্যানারে মেজবাউর রহমান সুমনের গল্প ও সংলাপে 'হাওয়া'র চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ণ শাহেদ ধীমান ও জাহিন ফারুক আমিন।
9/10

অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি, সরিফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল প্রমুখ।
10/10

এই ছবি ভারতে সাবটাইটেল-সহ মুক্তি পাবে।
Published at : 14 Dec 2022 11:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
