শুরুটা হয়েছিল ম্যানে প্য়ায়ার কিয়া ছবি দিয়ে। সলমন খানের বিপরীতে অভিনয় থেকেই পরিচিতি তাঁর। আর ঘুরে তাকাতে হয়নি। ৩২ বছর আগে ছেড়েছেন বড় পর্দা। কিন্তু আজও সবাই মনে রেখেছেন অভিনেত্রী ভাগ্যশ্রীকে।
2/9
দিনকয়েক আগে কালো শাড়িতে ছবি পোস্ট করেছিলেন ভাগ্যশ্রী। আর তা দেখেই মুগ্ধ নেটিজেনরা।
3/9
তার আগে একটি ড্রেস পরে ছবি তোলেন। অভিনেত্রীর অনুরাগীরা ভালবাসা জানিয়েছেন।
4/9
মাঝেমধ্যেই বিভিন্ন ছবি পোস্ট করেন তিনি। তাঁর হাসিতে কুপকাত অনেকেই।
5/9
ভাগ্যশ্রী ভ্যালেন্টাইন্স ডে-তে ছবি পোস্ট করেন। যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
6/9
অভিনেত্রীর স্বামী একজন ব্যবসায়ী। তাঁর নাম হিমালয়া দাশানি।
7/9
সাবেকি হোক বা আধুনিক। সব পোশাকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন ভাগ্যশ্রী।
8/9
ম্যানে প্য়ায়ার কিয়া ছবি সুপারহিট হয়েছিল। বিয়ের পর ২ থেকে ৩টি ছবিতে স্বামীর সঙ্গে অভিনয় করেন তিনি।
9/9
এখন দুই সন্তানের মা ভাগ্যশ্রী। ছেলে অভিমুন্য ইতিমধ্যে অভিনয় জগত প্রবেশ করেছেন। মেয়ের নাম অবন্তিকা।