বিরাট-অনুষ্কার প্রথম দেখা হয়েছিল একটি বিজ্ঞাপনের সেটে। তারপরে দুজনেই বহু বছর ধরে একে অপরকে ডেট করেছিলেন। এরপরই 'ভিরুষ্কা' হয়ে ওঠেন এই কাপল। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ইতালিতে বিয়ে করেন। ২০২১ সালের জানুয়ারিতে শিশুকন্যা ভামিকা এসেছে তাঁদের জীবনে।
2/5
গীতা বসরা ২০১৫ সালের অক্টোবরে পাঞ্জাবের জলন্ধরে ভারতীয় স্পিনার হরভজন সিংকে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম তারা রেখেছে হিনায়া হীর প্লাহা। অভিনেত্রী এখন তার দ্বিতীয় সন্তানের জন্মের অপেক্ষায়।
3/5
২০১৭ সালে নভেম্বরে ভারতের প্রাক্তন ফার্স্ট বোলার জাহির খানকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগে। কোর্ট ম্যারেজে বিয়ে সারেন দম্পতি।
4/5
১৯৬৫ সালে টাইগার পতৌদির সঙ্গে একটি পার্টিতে দেখা হয় শর্মিলা ঠাকুরের। অভিনয় জীবনের মধ্যগগনে তখন শর্মিলা। টাইগার তখন ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। ১৯৬৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা।
5/5
১৯৯৬তে অভিনেত্রী সঙ্গীতা বিজলানি প্রাক্তন অধিনায়ক ও ব্যাটসম্যান মহম্মদ আজহারউদ্দিনকে বিয়ে করেছিলেন। যদিও ২০১০-এ বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের।