এক্সপ্লোর
Bollywood Actor's : এখন যাঁরা 'তারা', আগে কী করতেন তাঁরা ?
Jacqueline_Fernendes
1/5
![Bollywood Actors: বলিউডের একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেতা বোমান ইরানি। ইতিমধ্যেই বলিউডের বহু ছবিতে অভিনয় করে মানুষের মন জয় করেছেন তিনি। বলিউডে তারকা পরিচিতি পাওয়ার আগে পাঁচ-তারা হোটেলে ওয়েটার হিসেবে কাজ করতেন তিনি। এই চাকরির সময় তিনি রুম সার্ভিস স্টাফ হিসেবেও কাজ করেছেন।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
Bollywood Actors: বলিউডের একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেতা বোমান ইরানি। ইতিমধ্যেই বলিউডের বহু ছবিতে অভিনয় করে মানুষের মন জয় করেছেন তিনি। বলিউডে তারকা পরিচিতি পাওয়ার আগে পাঁচ-তারা হোটেলে ওয়েটার হিসেবে কাজ করতেন তিনি। এই চাকরির সময় তিনি রুম সার্ভিস স্টাফ হিসেবেও কাজ করেছেন।
2/5
![চলচ্চিত্রে আসার আগে মার্শাল আর্টের প্রশিক্ষণ দিতেন 'বলিউডের খিলাড়ি' অক্ষয় কুমার। এখানেই শেষ নয়, এর পাশাপাশি তিনি রান্নার কাজও করতেন। বলিউডে অভিষেকের পর থেকেই বদলে যায় তার ভাগ্য। দর্শকদের মন জয় করে এখন বক্স অফিসের খিলাড়ি কুমার তিনি।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
চলচ্চিত্রে আসার আগে মার্শাল আর্টের প্রশিক্ষণ দিতেন 'বলিউডের খিলাড়ি' অক্ষয় কুমার। এখানেই শেষ নয়, এর পাশাপাশি তিনি রান্নার কাজও করতেন। বলিউডে অভিষেকের পর থেকেই বদলে যায় তার ভাগ্য। দর্শকদের মন জয় করে এখন বক্স অফিসের খিলাড়ি কুমার তিনি।
3/5
![আয়ুষ্মান খুরানা আজ বলিউডের সুপারস্টার। দর্শকদের বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। বলিউডের দুনিয়ায় আসার আগে আয়ুষ্মান একজন রেডিও জকি ছিলেন।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
আয়ুষ্মান খুরানা আজ বলিউডের সুপারস্টার। দর্শকদের বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। বলিউডের দুনিয়ায় আসার আগে আয়ুষ্মান একজন রেডিও জকি ছিলেন।
4/5
![বলিউডে খান ব্রিগেডের সিনেমায় স্থান পাওয়ার পর থেকেই পরিচিত নাম জ্যাকলিন ফার্নান্ডেজ। সলমান খানের মতো অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন তিনি। অভিনেত্রী হওয়ার আগে একজন টিভি অ্যাঙ্কর ছিলেন তিনি। আদতে জ্যাকলিন শ্রীলঙ্কার বাসিন্দা।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
বলিউডে খান ব্রিগেডের সিনেমায় স্থান পাওয়ার পর থেকেই পরিচিত নাম জ্যাকলিন ফার্নান্ডেজ। সলমান খানের মতো অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন তিনি। অভিনেত্রী হওয়ার আগে একজন টিভি অ্যাঙ্কর ছিলেন তিনি। আদতে জ্যাকলিন শ্রীলঙ্কার বাসিন্দা।
5/5
![বলিউডে আয়ুষ্মান খুরানার সঙ্গে 'দম লাগা কে হাইশা' ছবিতে অভিষেক ভূমি পেডনেকরের।বলিউডে তারকা অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই নাম করেছেন তিনি।অভিনেত্রী হওয়ার আগেই বলিউডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অ্যাসিস্ট্যান্ট কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করতেন ভূমি।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
বলিউডে আয়ুষ্মান খুরানার সঙ্গে 'দম লাগা কে হাইশা' ছবিতে অভিষেক ভূমি পেডনেকরের।বলিউডে তারকা অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই নাম করেছেন তিনি।অভিনেত্রী হওয়ার আগেই বলিউডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অ্যাসিস্ট্যান্ট কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করতেন ভূমি।
Published at : 25 Dec 2021 06:36 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)