আজ মাদার্স ডে বা মাতৃ দিবস। অমৃতা রাও, অনুষ্কা শর্মা থেকে হর্শদীপ কৌর। এবার মাতৃ দিবস তাঁদের কাছে খুব স্পেশাল। বলিউডের একাধিক সেলেব একরত্তিকে নিয়ে উপভোগ করবেন মাতৃ দিবসের স্বাদ।
2/6
চলতি বছর ১১ জানুয়ারি কন্যা সন্তানের মা হয়েছেন অনুষ্কা। কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান। মেয়ের নাম রেখেছেন ভামিকা। বিয়ের ৩ বছর পর বিরুষ্কার জীবনে এসেছে ভামিকা।
3/6
দ্বিতীয়বার পুত্র সন্তানের মা হয়েছেন করিনা কপূর খান। দাদা হয়েছে তৈমুর আলি খান। ২১ ফেব্রুয়ারি পু্ত্র সন্তানের জন্ম দেন করিনা।
4/6
গত বছর নভেম্বরে সন্তানের জন্ম দেন অভিনেত্রী অমৃতা রাও। অমৃতা এবং তাঁর স্বামী আর জে আনমোল একরত্তির নাম রেখেছে ভির। এবার ছেলের সঙ্গে প্রথমবার মাতৃ দিবস পালন করবেন অভিনেত্রী।
5/6
হর্শদীপ কৌরের কোল আলো করে এসেছে পুত্র সন্তান। নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে সেই খবর জানিয়েছিলেন তিনি। চলতি বছর ২ মার্চ শিশু পুত্রের জন্ম দেন তিনি।
6/6
বিগ বস খ্যাত নাতাশার প্রথম মাতৃ দিবস আজ। গত বছর জুলাই মাসে ছেলের বাবা হন হার্দিক পান্ডে। নাচ বালিয়ে ৯-এর প্রতিযোগী নাতাশা এবার তাঁর পুত্র সন্তান অগস্তার সঙ্গে মাতৃ দিবস পালন করবেন।