গতকালই গিয়েছে বিশ্ব ধূমপান বিরোধী দিবস। আর তার ঠিক পরের দিনই নিজের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি পোস্টে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন মিলিন্দ সোমান।
2/6
জানালেন, একটা সময়ে ভীষণভাবে ধূমপানে আশক্ত ছিলেন তিনিও। ৩০-এর কোটা শুরুর দিকেই শুরু হয়েছিল এসব। পাশাপাশি মিলিন্দ জানান, ধূমপানই তাঁর জীবনের সবথেকে বোকামির কাজ।
3/6
পোস্টে তিনি লেখেন, 'প্রতি ৩১ মে ওয়ার্ল্ড নো টোবাকো দিবস আমার জন্য একটি উদযাপনের দিন। জীবনে আমি যে বোকামিগুলি করেছি তার একটি এই ধূমপান। ৩২ বছর বয়সে ক্যাপ্টেন ভায়োমের সেটে ধূমপান শুরু করেছি। তখন একটা টিভি সিরিজেরন শ্যুটিং করছিলাম।
4/6
তিনি আরও লিখেছেন, ধূমপান করেন এমন ব্যক্তিদের সঙ্গে থেকে ধূমপান শুরু করার কোনও মানেই হয় না।তিনি আরও লিখেছেন, ধূমপান করেন এমন ব্যক্তিদের সঙ্গে থেকে ধূমপান শুরু করার কোনও মানেই হয় না।
5/6
নিজের অভিজ্ঞতা শেয়ার করে মিলিন্দ লিখেছেন, 'আমি সত্যিই দ্রুত আসক্ত হয়ে পড়েছিলাম এবং দিনে ২০-৩০টা সিগারেট খেতাম। এই অভ্যাস বন্ধ করা কঠিন ছিল। বন্ধ করতে দীর্ঘ সময়ও লেগেছে। তবে আমি সৌভাগ্যবান যে আমি পেরেছি। কারণ আমার অনেক ভাল।
6/6
'ফিটনেস আইকন' হিসেবে চিরকালই খ্যাত তথা সুপারমডেল মিলিন্দ সোমান। বরাবরই তিনি প্রমাণ করেছেন বয়স তাঁর কাছে একটা সংখ্যামাত্র। নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয় তিনি। প্রায়শই নিজের ফিটনেস ভিডিও পোস্ট করেন অভিনেতা।