এক্সপ্লোর
Neel Bhattacharya's Birthday: মাঝরাতে মোমবাতিতে ফুঁ, উপহার, নীলের জন্মদিন সাজিয়ে দিলেন তৃণা
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/08/03b13f61de22bd5563c06e5149c52d33_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নীল-তৃণা
1/10
![বিয়ের পর এই প্রথম জন্মদিন নীল ভট্টাচার্যের। অবশ্য বেশ কয়েকদিন আগে থেকেই জন্মদিন উদযাপন চলছে তাঁর। নীলের অনুরাগীরা রীতিমতো দিন গুনতে শুরু করে দিয়েছিলেন তাঁর জন্মদিনের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/08/0a7f3c3c63a1440d5a1c9c3d82fe3e7760fbb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিয়ের পর এই প্রথম জন্মদিন নীল ভট্টাচার্যের। অবশ্য বেশ কয়েকদিন আগে থেকেই জন্মদিন উদযাপন চলছে তাঁর। নীলের অনুরাগীরা রীতিমতো দিন গুনতে শুরু করে দিয়েছিলেন তাঁর জন্মদিনের।
2/10
![দিন গুনছিলেন স্ত্রী তৃণাও। বিয়ের পর প্রথম জন্মদিনে তাই মধ্যরাতে কেকের আয়োজন করে চমকে দিয়েছিলেন নীলকে। সেই কেক কেটেই জন্মদিন শুরু নীলের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/08/b8a0883a014fb255ad3637381b0cb46b3c234.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দিন গুনছিলেন স্ত্রী তৃণাও। বিয়ের পর প্রথম জন্মদিনে তাই মধ্যরাতে কেকের আয়োজন করে চমকে দিয়েছিলেন নীলকে। সেই কেক কেটেই জন্মদিন শুরু নীলের।
3/10
![সোশ্যাল মিডিয়ায় নীলের কেক কাটার ছবি শেয়ার করেছেন তৃণা। একে অপরকে কেক খাইয়ে দিতেও দেখা গেল তাঁদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/08/c8cbf0678be533eeeb761db0ebf201b3bf684.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সোশ্যাল মিডিয়ায় নীলের কেক কাটার ছবি শেয়ার করেছেন তৃণা। একে অপরকে কেক খাইয়ে দিতেও দেখা গেল তাঁদের।
4/10
![ছবি শেয়ার করে তৃণা লিখেছেন, 'আমার মন যার কাছে থাকে, আজ তার জন্মদিন।' এর আগেও নীলের জন্মমাস বলে মিষ্টি ছবি শেয়ার করেছিলেন তৃণা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/08/c8a273cf84921061a97182f511a03259caefe.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি শেয়ার করে তৃণা লিখেছেন, 'আমার মন যার কাছে থাকে, আজ তার জন্মদিন।' এর আগেও নীলের জন্মমাস বলে মিষ্টি ছবি শেয়ার করেছিলেন তৃণা।
5/10
![চলতি বছরের ফেব্রুয়ারী মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নীল-তৃণা। ১০ বছরের প্রেম পরিণতি পেয়েছে তাঁদের। নীল তৃণার বিয়ে ঘিরে অনুরাগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/08/d8e729d3051260adf7494e11dbb0d1b97fc19.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চলতি বছরের ফেব্রুয়ারী মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নীল-তৃণা। ১০ বছরের প্রেম পরিণতি পেয়েছে তাঁদের। নীল তৃণার বিয়ে ঘিরে অনুরাগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।
6/10
![কেবল ব্যক্তিগত জীবন নয়, একসঙ্গে রাজনৈতিক জীবনও শুরু করেছেন নীল-তৃণা। নির্বাচনের আগেই তাঁরা যোগ দেন তৃণমূলে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/08/282316bdae79684582a58d5541956dd47248f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কেবল ব্যক্তিগত জীবন নয়, একসঙ্গে রাজনৈতিক জীবনও শুরু করেছেন নীল-তৃণা। নির্বাচনের আগেই তাঁরা যোগ দেন তৃণমূলে।
7/10
![সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে সমস্ত মুহূর্তই ভাগ করে নেন নীল তৃণা। তাঁদের রাজনৈতিক কাজ থেকে শুরু করে ছুটি কাটানো, অনুরাগীদের নজর থাকে সবদিকেই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/08/0ef80a001de4d4f19ffbdf56b219f585f2bdf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে সমস্ত মুহূর্তই ভাগ করে নেন নীল তৃণা। তাঁদের রাজনৈতিক কাজ থেকে শুরু করে ছুটি কাটানো, অনুরাগীদের নজর থাকে সবদিকেই।
8/10
![সম্প্রতি ইয়াস দুর্গত মানুষদের জন্য ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছিল তৃণা সাহার সংস্থা। সঙ্গী ছিলেন নীলও। এরপরও কলকাতার বিভিন্ন জায়গায় মানুষদের হাতে প্রয়োজনীয় জিনিস ও খাবার তুলে দিতে দেখা গিয়েছে এই জুটিকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/08/2e4f85909106b074b1abc19f024f2eb135417.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সম্প্রতি ইয়াস দুর্গত মানুষদের জন্য ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছিল তৃণা সাহার সংস্থা। সঙ্গী ছিলেন নীলও। এরপরও কলকাতার বিভিন্ন জায়গায় মানুষদের হাতে প্রয়োজনীয় জিনিস ও খাবার তুলে দিতে দেখা গিয়েছে এই জুটিকে।
9/10
![জন্মদিন আগেরদিন অনাথ আশ্রমের শিশুদের সঙ্গে কেক কেটে উদযাপন করেছিলেন নীল। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সেই ভিডিও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/08/9b57a39cbd13ace3c7a425879728a21306ed6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জন্মদিন আগেরদিন অনাথ আশ্রমের শিশুদের সঙ্গে কেক কেটে উদযাপন করেছিলেন নীল। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সেই ভিডিও।
10/10
![আজকের দিনটা পরিবারের সঙ্গে বাড়িতেই কাটাতে চান নীল। তৃণা নীলকে প্রচুর উপহারও দিয়েছেন। একেবারে বাঙালি রান্নায়, মা-বাবা ও পরিবারের সঙ্গেই করোনা পরিস্থিতিতে জন্মদিন কাটাবেন নীল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/08/278c2300e7137cb3c5f76b89745b037084989.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজকের দিনটা পরিবারের সঙ্গে বাড়িতেই কাটাতে চান নীল। তৃণা নীলকে প্রচুর উপহারও দিয়েছেন। একেবারে বাঙালি রান্নায়, মা-বাবা ও পরিবারের সঙ্গেই করোনা পরিস্থিতিতে জন্মদিন কাটাবেন নীল।
Published at : 08 Jun 2021 02:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)