কিছুদিন আগে সমুদ্র সৈকতে অসাধারণ পোজ দিয়েছিলেন। (Photo Credit - Instagram)
2/6
এর আগেও মৌনির ফটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। তিনি বেশ সাহসী অভিনেত্রী। আর তাঁর এ ধরনের ছবি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সামনে আসে।
3/6
ছবিগুলিতে মৌনিকে কখনও জলে শরীর ভাসিয়ে, কখনও পুলের ধারে দেখা গিয়েছে। (Photo Credit - Instagram)
4/6
এই ছবিগুলি তাঁর অনুরাগীদের বেশ মন কেড়েছে, তা তাঁদের দেদার লাইক ও প্রতিক্রিয়াতেই স্পষ্ট। (Photo Credit - Instagram)
5/6
মৌনি সুইমিং পুলে তাঁর ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন। এই ছবিগুলিতে তাঁকে জলপরী-র থেকে কোনও অংশে কম কিছু মনে হচ্ছে না। এই ছবিগুলিতে তাঁর ভঙ্গিমা অনুরাগীদের নজর কেড়ে নিয়েছে। (Photo Credit - Instagram)
6/6
মৌনি রায় যখন সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি শেয়ার করেন, তখনই তা তাঁর অনুরাগীদের নজর কেড়ে নেয়। এবার তো অনুরাগীদের মনে ঝড় তুললেন মৌনি। এবার যে ছবিগুলি শেয়ার করেছেন, সেগুলি মুহুর্তেই ভাইরাল হয়ে গিয়েছে। (Photo Credit - Instagram)