এক্সপ্লোর
'Sohag Chand': 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে নতুন চরিত্রের আগমন, মা কালীর বেশে নায়িকা
Daily Serial Update: গল্পের ধারা অনুযায়ী, আপাতত মিথ্যে কেসে ফেঁসে জেলবন্দি সোহাগ। আর তাকে সেখান থেকে উদ্ধারের কাজে হাত লাগাবে এই আশালতা বৌদিও।
সোহাগ চাঁদ
1/10

কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ'। এই ধারাবাহিক প্রায়ই একাধিক সামাজিক বার্তা নিয়ে আসে দর্শকের সামনে। এবার সেই ধারাবাহিকে নাকি আবির্ভাব হবে স্বয়ং মা কালীর? বুঝলেন না তো? নতুন মেকওভারে দেখা যাবে সোহাগকে।
2/10

সোহাগ, ধারাবাহিকের 'নায়ক', নিজেকে পুলিশ স্টেশনে খুঁজে পায়। তার দোষ কী? তার বিরুদ্ধে অভিযোগ সে নাকি এমন একটি ম্যাজিক করেছে যার ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৮ লক্ষ টাকা গায়েব হয়ে গেছে।
Published at : 13 Dec 2023 10:36 PM (IST)
আরও দেখুন





















