এক্সপ্লোর
Relationship Tips: সবকিছুর দায় চাপে ঘাড়ে, অপরাধ বোধে ভুগতে থাকি আমরা, এই লক্ষণগুলি দেখলে সম্পর্ক নিয়ে সতর্ক হোন
Life Lessons: সব সম্পর্ক জীবনের জন্য স্বাস্থ্যকর নয়। সামনের জন জোরপূর্বক সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইলে সমস্যা।
ছবি: পিক্সাবে।
1/10

হাতে হাত রাখার মানুষ পেলেই, জীবন সোজাপথে চলবে, এমনটা লেখা নেই কোথাও। বরং সামনের জনের জন্য জীবন আরও দুর্বিসহ হয়ে উঠতে পারে। সম্পর্কে জোর খাটানো, সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখার প্রবণতা রয়েছে কিছু মানুষের। এঁদের সঙ্গে একছাদের নীচে থাকতে গেলে সমস্যা বাধে।
2/10

এই ধরনের মানুষের সঙ্গে থাকতে গেলে পদে পদে ছোট হতে হয় নিজেকে। হীনম্মন্যতা গ্রাস করে আমাদের। অনেক সময় তা নিজে থেকে বুঝতেও পারি না আমরা। কিন্তু সামনের জন যে জোর খাটাচ্ছেন, দমিয়ে রাখার চেষ্টা করছেন, তো বোঝা সম্ভব কিছু লক্ষণ দেখে।
Published at : 19 Aug 2023 11:45 PM (IST)
আরও দেখুন






















