পুদিনা, অতি পরিচিত একটি নাম। গুণাগুণও অনেক। Pudhinaa and Snec30-র উদ্ভাবক সৌরভ অরোরার মতে, পুদিনায় ক্যালোরি কম থাকে। প্রোটিন ও ফ্যাট থাকে স্বল্পমাত্রায়।
2/12
শুধু তাই নয়, পুদিনায় ভিটামিন এ, ভিটামিন সি এবং বি কমপ্লেক্স থাকে অধিক মাত্রায়। যা ত্বকের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে।
3/12
পুদিনায় থাকে প্রচুর আয়রন, পটাসিয়াম ও ম্যাঙ্গানিজ়। যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং ব্রেনের কার্যকারিতা শক্তি বৃদ্ধি করে।
4/12
সৌরভ অরোরার সঙ্গে কথা বলেছিল আইএএনএস লাইফ। তিনি পুদিনার উপকারিতা সংক্রান্ত একটি তালিকা দিয়েছেন।
5/12
হজমে সহায়তা - অ্যান্টি অক্সিড্যান্ট, মেন্থল ও ফাইটোনিউট্রিয়েন্টস সমৃদ্ধ পুদিনা। খাবার হজম করতে যা সহায়তা করে থাকে। পুদিনায় রয়েছে ব্যাকটিরিয়া-রোধী ও অ্যান্টিসেপটিক উপাদান। যা পাকস্থলীতে যন্ত্রণা নিয়ন্ত্রণ করে এবং অ্যাসিডিটি কমাতে সহায়তা করে।
6/12
অ্যাজ়মা সারাতে উপকারী - প্রত্যহ পুদিনার ব্যবহার বুকের রুদ্ধভাব কমাতে সহায়তা করে। ফুসফুসের শ্লেষ্মার 'কর্তৃত্ব' খর্ব করে পুদিনার মিথানল। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক করে। তবে, খেয়াল রাখতে হবে, পুদিনার ওভারডোজ় যেন না হয়ে যায়।
7/12
মাথার যন্ত্রণা সারায় - পুদিনার মেন্থল মাসল শিথিল করতে সাহায্য করে। যন্ত্রণা কমায়। পুদিনার নির্যাস কপালে লাগালে উপশম হয়। পুদিনার তেলও উপকারী।
8/12
চাপ কমায়, হতাশা রোধে সহায়তা করে পুদিনা। শরীর ও মনে তরতাজা ভাব ফিরিয়ে আনে। পুদিনা এসেনশিয়াল অয়েল শুঁকলে রক্তে সেরোটোনিন রিলিজ় হয়। চাপ ও হতাশা রোধে ভীষণ উপকারী।
9/12
ত্বকের স্বাস্থ্যবৃদ্ধি করে পুদিনা। ব্রণর উপশমে পুদিনার জুড়ি নেই। পুদিনায় আছে অধিকমাত্রায় স্যালিসাইলিক অ্যাসিড। যা ব্রণ-রোধী। পুদিনার উপাদানে ত্বক পরিষ্কার রাখে। ত্বকের ময়েশ্চার বজায় রাখে। মৃত কোশ নষ্ট করে।
10/12
পুদিনা পাতা চেবালে মুখগহ্বর ও দাঁতের স্বাস্থ্য ভাল থাকে। পুদিনা দেয় তরতাজা শ্বাসের অনুভব। মুখের জীবাণু নষ্ট করতে সাহায্য করে পুদিনা। মাড়ি হয় স্বাস্থ্যকর।
11/12
স্মৃতি বাড়াতে পুদিনা। গবেষণা বলছে, ব্রেনের বৌদ্ধিক কার্যকলাপ বৃদ্ধিতে পুদিনা কার্যকরী ভূমিকা নিতে পারে। বাড়ে সচেতনতা।
12/12
ওজন কমাতে কার্যকরী পুদিনা। পুদিনার উপাদানে বাড়ে হজমক্ষমতা। খাবার থেকে পুষ্টিকর উপাদান সংগ্রহ ক্ষমতা বাড়ে। বাড়ে পরিপাক ক্ষমতা। ওজন কমাতে সহায়তা করে যা। ছবি সৌজন্য- পিক্সাবে