এক্সপ্লোর
Ayurvedic Tips: ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে? সুস্থ থাকতে কী করবেন?
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/31/e3cec499338df26f7bbc75d9cecc0280_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিশেষজ্ঞরা বলছেন, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্য়মে প্রাথমিক পর্যায়েই ঠেকানো যায় ডায়াবেটিস
1/10
![বর্তমান বিশ্বে যে রোগগুলি মানুষকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলে দিয়েছে, তার অন্যতম ডায়াবেটিস। কর্মব্যস্ত জীবন, অস্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস, শরীরচর্চার অভাব, অনিয়মিত ঘুম ডায়াবেটিসের অন্যতম কারণ। এ বিষয়ে সতর্ক করে দিচ্ছেন চিকিৎসকরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/31/1db5c8330bcc8bd5fe971e5a7159ef4ee2614.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বর্তমান বিশ্বে যে রোগগুলি মানুষকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলে দিয়েছে, তার অন্যতম ডায়াবেটিস। কর্মব্যস্ত জীবন, অস্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস, শরীরচর্চার অভাব, অনিয়মিত ঘুম ডায়াবেটিসের অন্যতম কারণ। এ বিষয়ে সতর্ক করে দিচ্ছেন চিকিৎসকরা।
2/10
![ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে যতটা শর্করা থাকে, ততটা প্রি-ডায়াবেটিস পর্যায়ে থাকে না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/31/0ca7aa1373037600d5cd76dc4092836c6a744.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে যতটা শর্করা থাকে, ততটা প্রি-ডায়াবেটিস পর্যায়ে থাকে না।
3/10
![ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে প্রচণ্ড তৃষ্ণা, ক্লান্তি, ঘন ঘন প্রস্রাব পাওয়া, দ্রুত ওজন কমে যাওয়া, খিদে বেড়ে যাওয়া, হাত-পায়ে চুলকানির মতো লক্ষণগুলি দেখা যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/31/a6c08e14e2f87179192a70da60c78963565d3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে প্রচণ্ড তৃষ্ণা, ক্লান্তি, ঘন ঘন প্রস্রাব পাওয়া, দ্রুত ওজন কমে যাওয়া, খিদে বেড়ে যাওয়া, হাত-পায়ে চুলকানির মতো লক্ষণগুলি দেখা যায়।
4/10
![বিশেষজ্ঞরা বলছেন, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্য়মে প্রাথমিক পর্যায়েই ঠেকানো যায় ডায়াবেটিস। তবে তার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/31/c6329cf20139d7255b442193c305ce0843047.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিশেষজ্ঞরা বলছেন, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্য়মে প্রাথমিক পর্যায়েই ঠেকানো যায় ডায়াবেটিস। তবে তার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে।
5/10
![আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের মতে, প্রি-ডায়াবেটিস ঠেকাতে হলে চিনি খাওয়া পুরোপুরি বন্ধ করে দিতে হবে। চিনি খেলে কোনও উপকার হয় না। এর বদলে মধু, ফল, গুড় খাওয়া যেতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/31/236a621cf26440f0d34c405142df0faad695b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের মতে, প্রি-ডায়াবেটিস ঠেকাতে হলে চিনি খাওয়া পুরোপুরি বন্ধ করে দিতে হবে। চিনি খেলে কোনও উপকার হয় না। এর বদলে মধু, ফল, গুড় খাওয়া যেতে পারে।
6/10
![ডায়াবেটিস প্রাথমিক পর্যায়েই ঠেকাতে হলে নিয়মিত যোগাভ্যাস করারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, যাঁদের শরীরে ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ দেখা দিয়েছে, তাঁদের রোজ ৪০ থেকে ৬০ মিনিট যোগাসন করা উচিত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/31/5d485c545f24017f6ace9f5a611f3e5a7ce01.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ডায়াবেটিস প্রাথমিক পর্যায়েই ঠেকাতে হলে নিয়মিত যোগাভ্যাস করারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, যাঁদের শরীরে ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ দেখা দিয়েছে, তাঁদের রোজ ৪০ থেকে ৬০ মিনিট যোগাসন করা উচিত।
7/10
![রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে গরম জলে ২ গ্রাম আমলকি গুঁড়ো ও হলুদ মিশিয়ে খালি পেটে খেতে হবে। তাহলে উপকার পাওয়া যাবে বলেই মত বিশেষজ্ঞদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/31/1509350bccc892684ff96e66e6ce88ea20233.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে গরম জলে ২ গ্রাম আমলকি গুঁড়ো ও হলুদ মিশিয়ে খালি পেটে খেতে হবে। তাহলে উপকার পাওয়া যাবে বলেই মত বিশেষজ্ঞদের।
8/10
![ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে ঘুমোতে যাওয়ার অন্তত তিন ঘণ্টা আগে নৈশভোজ সেরে নেওয়া উচিত। সকাল থেকে শুরু করে সারাদিন যে কোনও ভারী খাবার খাওয়ার মধ্যে তিন ঘণ্টার বিরতি রাখা উচিত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/31/1571d5fa9fd64db90311b2cf5380972b869c3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে ঘুমোতে যাওয়ার অন্তত তিন ঘণ্টা আগে নৈশভোজ সেরে নেওয়া উচিত। সকাল থেকে শুরু করে সারাদিন যে কোনও ভারী খাবার খাওয়ার মধ্যে তিন ঘণ্টার বিরতি রাখা উচিত।
9/10
![পর্যাপ্ত ঘুমও অত্যন্ত প্রয়োজনীয়। রোগ অন্তত সাত থেকে আট ঘণ্টা ভাল ঘুম হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া আরও অনেক সমস্যা দূর হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/31/569494264ae724dc0bc4637f82a5e378cf50f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পর্যাপ্ত ঘুমও অত্যন্ত প্রয়োজনীয়। রোগ অন্তত সাত থেকে আট ঘণ্টা ভাল ঘুম হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া আরও অনেক সমস্যা দূর হয়।
10/10
![ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যাবে, ততই সুস্থ থাকার আশা বাড়বে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/31/479b98145023e209a2e3cd66411de21a7e1e6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যাবে, ততই সুস্থ থাকার আশা বাড়বে।
Published at : 31 Mar 2022 10:40 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)