এক্সপ্লোর
Precaution From JN.1:করোনার JN.1 সংক্রমণ এড়াতে কী কী করবেন?
Health News:বর্ষশেষের মুখে নতুন করে ভয় ধরাতে শুরু করেছে করোনা-সংক্রমণের বাড়বাড়ন্ত। এবার নেপথ্যে একটি নির্দিষ্ট সাব ভ্যারিয়্যান্ট, JN.1। তবে আগের মতো এবারও কিছু সতর্কতা মেনে চলা দরকার রয়েছে।
করোনার JN.1 সংক্রমণ এড়াতে কী কী করবেন?
1/8

বর্ষশেষের মুখে নতুন করে ভয় ধরাতে শুরু করেছে করোনা-সংক্রমণের বাড়বাড়ন্ত। বেশিরভাগ ক্ষেত্রেই এবার নেপথ্যে কোভিড-১৯ -র একটি নির্দিষ্ট সাব ভ্যারিয়্যান্ট, JN.1। বিশেষজ্ঞদের মতে, এটি ওমিক্রন গোত্রের। এখনই একে নিয়ে 'প্যানিক' করার কিছু নেই। তবে আগের মতো এবারও কিছু সতর্কতা মেনে চলা দরকার রয়েছে।
2/8

কাশির সময় নির্দিষ্ট কিছু নিয়মবিধি মেনে চলা, নির্দিষ্ট সময়ে ভাল করে হাত পরিষ্কার করা এবং উপসর্গ দেখা দিলেই কর্মস্থল বা স্কুল-কলেজ থেকে বিরতি---এই নিয়মের অন্যতম। পাশাপাশি আরও কিছু সতর্কতার কথা জানাচ্ছেন ডাক্তররা।
Published at : 29 Dec 2023 09:20 AM (IST)
আরও দেখুন






















