এক্সপ্লোর
Hair Growth: ঘষামাজা করলেও কাজের কাজ হয় না, চুলের বৃদ্ধি নির্ভর করে যে যে বিষয়ের উপর
Hari Care: আজ বললে কালই লম্বা হয়ে যায় না চুল। এ ক্ষেত্রে হাজারও জটিলতা রয়েছে। চুলের বৃদ্ধির ক্ষেত্রে জেনে রাখা উচিত কিছু বিষয়।
ছবি: পিক্সাবে।
1/10

হাঁটুর নীচে না দুললেও, আজও লম্বা চুলের শখ রয়েছে বহু মানুষের। আবার সারাজীবন কদমছাঁট চুল রাখলেও, একটা বয়সের পর চুল বড় করার ইচ্ছে জাগে মনে। কাঁধ ছুঁয়ে কতক্ষণে পিঠে পড়বে চুল, অধৈর্য হয়ে পড়েন।
2/10

কিন্তু বাকি সবকিছুর মতো, চুলের বৃদ্ধিরও নির্দিষ্ট মাপকাঠি রয়েছে। আমরা চাইলেই সাত তাড়াতাড়ি কোমর পর্যন্ত পৌঁছে যাবে না চুল। বরং চুলের বৃদ্ধি হয় কেমনে, জেনে রাখুন।
Published at : 06 May 2023 06:21 PM (IST)
আরও দেখুন






















