এক্সপ্লোর
Hair Growth: ঘষামাজা করলেও কাজের কাজ হয় না, চুলের বৃদ্ধি নির্ভর করে যে যে বিষয়ের উপর
Hari Care: আজ বললে কালই লম্বা হয়ে যায় না চুল। এ ক্ষেত্রে হাজারও জটিলতা রয়েছে। চুলের বৃদ্ধির ক্ষেত্রে জেনে রাখা উচিত কিছু বিষয়।
![Hari Care: আজ বললে কালই লম্বা হয়ে যায় না চুল। এ ক্ষেত্রে হাজারও জটিলতা রয়েছে। চুলের বৃদ্ধির ক্ষেত্রে জেনে রাখা উচিত কিছু বিষয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/06/d6a341d235a43e5e2876d1d8ff1dbb641683356223792338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি: পিক্সাবে।
1/10
![হাঁটুর নীচে না দুললেও, আজও লম্বা চুলের শখ রয়েছে বহু মানুষের। আবার সারাজীবন কদমছাঁট চুল রাখলেও, একটা বয়সের পর চুল বড় করার ইচ্ছে জাগে মনে। কাঁধ ছুঁয়ে কতক্ষণে পিঠে পড়বে চুল, অধৈর্য হয়ে পড়েন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/06/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800d7e7c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
হাঁটুর নীচে না দুললেও, আজও লম্বা চুলের শখ রয়েছে বহু মানুষের। আবার সারাজীবন কদমছাঁট চুল রাখলেও, একটা বয়সের পর চুল বড় করার ইচ্ছে জাগে মনে। কাঁধ ছুঁয়ে কতক্ষণে পিঠে পড়বে চুল, অধৈর্য হয়ে পড়েন।
2/10
![কিন্তু বাকি সবকিছুর মতো, চুলের বৃদ্ধিরও নির্দিষ্ট মাপকাঠি রয়েছে। আমরা চাইলেই সাত তাড়াতাড়ি কোমর পর্যন্ত পৌঁছে যাবে না চুল। বরং চুলের বৃদ্ধি হয় কেমনে, জেনে রাখুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/06/156005c5baf40ff51a327f1c34f2975bc3dbc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু বাকি সবকিছুর মতো, চুলের বৃদ্ধিরও নির্দিষ্ট মাপকাঠি রয়েছে। আমরা চাইলেই সাত তাড়াতাড়ি কোমর পর্যন্ত পৌঁছে যাবে না চুল। বরং চুলের বৃদ্ধি হয় কেমনে, জেনে রাখুন।
3/10
![সাধারণত, একজন সুস্থ মানুষের ক্ষেত্রে চুলের বৃদ্ধির হার দৈনিক ০.০১ ইঞ্চি বা ০.৩৫ মিলিমিটার। সেই নিরিখে গোটা মাসে ০.৫ ইঞ্চি বা ১৩ মিলিমিটার হয় চুলের বৃদ্ধি। বছরে ৬ ইঞ্চি বাড়ে চুল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/06/032b2cc936860b03048302d991c3498f4c1ac.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সাধারণত, একজন সুস্থ মানুষের ক্ষেত্রে চুলের বৃদ্ধির হার দৈনিক ০.০১ ইঞ্চি বা ০.৩৫ মিলিমিটার। সেই নিরিখে গোটা মাসে ০.৫ ইঞ্চি বা ১৩ মিলিমিটার হয় চুলের বৃদ্ধি। বছরে ৬ ইঞ্চি বাড়ে চুল।
4/10
![কিন্তু বিজ্ঞানীদের মতে, উপরিউক্ত এই হিসেব শুধুমাত্র শ্বেতাঙ্গদের ক্ষেত্রে প্রযোজ্য। কৃষ্ণাঙ্গ এবং এশিয়ার বাদামি বর্ণের মানুষের চুলের বৃদ্ধির হার অনেকটাই আলাদা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/06/d0096ec6c83575373e3a21d129ff8fef91307.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু বিজ্ঞানীদের মতে, উপরিউক্ত এই হিসেব শুধুমাত্র শ্বেতাঙ্গদের ক্ষেত্রে প্রযোজ্য। কৃষ্ণাঙ্গ এবং এশিয়ার বাদামি বর্ণের মানুষের চুলের বৃদ্ধির হার অনেকটাই আলাদা।
5/10
![চুলের বৃদ্ধির ক্ষেত্রে, ঘনত্ব, ভঙ্গিমা, এমনকি মানব শরীরের সার্বিক বৃদ্ধিরও সম্পর্ক রয়েছে বলে মত বিজ্ঞানীদের। ২০০৫ সালে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ডার্মাটোলজি-তে প্রকাশিত গবেষণায় এ নিয়ে বিশদ তথ্য সামনে আসে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/06/8cda81fc7ad906927144235dda5fdf1500440.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চুলের বৃদ্ধির ক্ষেত্রে, ঘনত্ব, ভঙ্গিমা, এমনকি মানব শরীরের সার্বিক বৃদ্ধিরও সম্পর্ক রয়েছে বলে মত বিজ্ঞানীদের। ২০০৫ সালে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ডার্মাটোলজি-তে প্রকাশিত গবেষণায় এ নিয়ে বিশদ তথ্য সামনে আসে।
6/10
![বিজ্ঞানীদের মতে, আফ্রিকার নাগরিক বা আফ্রিকা বংশোদ্ভূতদের ক্ষেত্রে চুলের বৃদ্ধির হার মাসে ০.২ ইঞ্চি অর্থাৎ ৫ মিলিমিটার। তার চেয়ে ঢের দ্রুত চুল বাড়ে এশীয়দের। এ ক্ষেত্রে মাসিক চুলের বৃদ্ধির হার ০.৮ ইঞ্চি অর্থাৎ ২০ মিলিমিটার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/06/ae566253288191ce5d879e51dae1d8c3d9c6f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিজ্ঞানীদের মতে, আফ্রিকার নাগরিক বা আফ্রিকা বংশোদ্ভূতদের ক্ষেত্রে চুলের বৃদ্ধির হার মাসে ০.২ ইঞ্চি অর্থাৎ ৫ মিলিমিটার। তার চেয়ে ঢের দ্রুত চুল বাড়ে এশীয়দের। এ ক্ষেত্রে মাসিক চুলের বৃদ্ধির হার ০.৮ ইঞ্চি অর্থাৎ ২০ মিলিমিটার।
7/10
![বিজ্ঞানীরা জানিয়েছেন, পরিবেশ বা পরিচর্যা নয়, চুলের বৃদ্ধি নির্ভর করে জিনের উপর। তা সত্ত্বেও যদি হেরফের নজরে পড়ে, সে ক্ষেত্রে স্বাস্থ্য, বিশেষ করে ফলিকলের স্বাস্থ্য দায়ী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/06/62bf1edb36141f114521ec4bb4175579af775.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিজ্ঞানীরা জানিয়েছেন, পরিবেশ বা পরিচর্যা নয়, চুলের বৃদ্ধি নির্ভর করে জিনের উপর। তা সত্ত্বেও যদি হেরফের নজরে পড়ে, সে ক্ষেত্রে স্বাস্থ্য, বিশেষ করে ফলিকলের স্বাস্থ্য দায়ী।
8/10
![চুলের বৃদ্ধিকে তিনটি পর্যায়ে ভাগ করেছেন বিজ্ঞানীরা, অ্যানাজেন, ক্যাটাজেন এবং টেলোজেন। দুই থেকে ছ’বছর বয়সে সবচয়ে বাড়ে চুল, যাকে বলে অ্যানাজেন পর্যায়। ধীরে ধীরে কমতে থাকে তার পর থেকে। শেষ মেশ বন্দ হয়ে যায় বৃদ্ধি। এই দুই পর্যায়কে যথাক্রমে ক্যাটাজেন এবং টেলোজেন বলা হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/06/30e62fddc14c05988b44e7c02788e1877441f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চুলের বৃদ্ধিকে তিনটি পর্যায়ে ভাগ করেছেন বিজ্ঞানীরা, অ্যানাজেন, ক্যাটাজেন এবং টেলোজেন। দুই থেকে ছ’বছর বয়সে সবচয়ে বাড়ে চুল, যাকে বলে অ্যানাজেন পর্যায়। ধীরে ধীরে কমতে থাকে তার পর থেকে। শেষ মেশ বন্দ হয়ে যায় বৃদ্ধি। এই দুই পর্যায়কে যথাক্রমে ক্যাটাজেন এবং টেলোজেন বলা হয়।
9/10
![বিজ্ঞানীরা জানিয়েছেন, যেমন যেমন বয়স বাড়তে থাকে আমাদের, ফলিকল থেকে গজানো চুল ক্রমশ পাতলা হতে থাকে। তার পর একটা সময় চুল গজানোই বন্ধ হয়ে যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/06/fe5df232cafa4c4e0f1a0294418e5660a934a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিজ্ঞানীরা জানিয়েছেন, যেমন যেমন বয়স বাড়তে থাকে আমাদের, ফলিকল থেকে গজানো চুল ক্রমশ পাতলা হতে থাকে। তার পর একটা সময় চুল গজানোই বন্ধ হয়ে যায়।
10/10
![আবার গর্ভবতী অবস্থায় শরীরে হরমোনের হেরফের ঘটে, এস্ট্রোজেনের মাত্রা বেড়ে যায়। সেই সময় চুলের বৃদ্ধির হারও বাড়ে, মোটাও হয় চুল। দুশ্চিন্তা, অত্যধিক চাপের ক্ষেত্রে আভার চুল ঝরেও যায়। গতি ধীর হয়ে যায় বৃদ্ধির।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/06/18e2999891374a475d0687ca9f989d834fce6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আবার গর্ভবতী অবস্থায় শরীরে হরমোনের হেরফের ঘটে, এস্ট্রোজেনের মাত্রা বেড়ে যায়। সেই সময় চুলের বৃদ্ধির হারও বাড়ে, মোটাও হয় চুল। দুশ্চিন্তা, অত্যধিক চাপের ক্ষেত্রে আভার চুল ঝরেও যায়। গতি ধীর হয়ে যায় বৃদ্ধির।
Published at : 06 May 2023 06:21 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
লাইফস্টাইল-এর
বীরভূম
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)