By : ABP Ananda | Updated at : 20 Mar 2023 09:45 PM (IST)
পোষ্যর যত্ন নিন
1/10
পোষ্যকে অবশ্যই পরিস্কার রাখুন। ওদের নখ কেটে দিন নিয়মিত। বিড়াল-কুকুরকে স্নান করান সপ্তাহে দু-তিনবার। বাজারে পোষ্যদের জন্য বিশেষ শ্যাম্পু কিনতে পাওয়া যায়, সেটি ব্যবহার করুন।
2/10
কোনওভাবেই পোষ্যকে টিকা দিতে ভুলবেন না। লেপ্টোস্পাইরোসিস, ডিস্টেম্পার এবং পারভোভাইরাস এবং র্যাবিসসহ বিভিন্ন সংক্রামক রোগে ভুগতে পারে।
3/10
চিকিৎসকের পরামর্শ নিয়ে ওকে একটি করে মাল্টিভিটামিন নিয়মিত খাওয়াতে পারেন। তাতে নানা ধরনের সংক্রমণের প্রবণতা কমবে।
4/10
ওর পানীয় জল বার বার বদলে দিন। জল খাওয়ার পাত্রটাও দিনে তিন-চার বার ধুয়ে দিন।
5/10
খেয়াল রাখুন, ওর লোম যেন ভিজে না থাকে। তা হলে এই সময়ে ছত্রাক থেকে সংক্রমণ হতে পারে।
6/10
চড়া রোদ বা অতিরিক্ত বৃষ্টিতে পোষ্যকে বাড়ির বাইরে বেশিক্ষণ রাখবেন না। যতটা সম্ভব বাড়িতেই রাখুন।
7/10
প্রতিটি পোষ্যর পুষ্টির চাহিদা ভিন্ন এবং ৫ মাস বয়সেই তাদের ৭৫% বৃদ্ধি ঘটে, তাই সুষম খাদ্য প্রয়োজন। কিন্তু পোষ্যকে ক্যালসিয়াম বেশি খাওয়াবেন না কারণ এটি হিপ ডিসপ্লাসিয়া বাড়িয়ে দিতে পারে। এছাড়াও পোষ্যকে মিষ্টি খাবার কম দিন। কেক, পেস্ট্রি, মিষ্টি নৈব নৈব চ।
8/10
চকলেট, চা-কফি, পেঁয়াজ বিড়াল-কুকুরের জন্য ক্ষতিকর। বিড়াল-কুকুরের খাবারে সামান্য নুন দিন। মসলা ছাড়াই রান্না করুন বিড়াল-কুকুরের খাবার। খরগোশকে কলমি শাক এবং ভাত দেবেন না।
9/10
পোষ্যকে সক্রিয় রাখুন। খেয়াল করুন পোষ্য যেন অলস না হয়ে পড়ে। ওদের বেড়াতে নিয়ে যেতে পারেন বা বাড়িতেই ওদের সঙ্গে খেলতে পারেন।
10/10
পোষ্যের মুখের অর্থাৎ দাঁত এবং মাড়ির যত্ন নিতে হবে। প্রতিদিন দাঁত সঠিকভাবে ব্রাশ করান এবং পশুচিকিৎসকের পরামর্শ অনুযায়ী দাঁত পরিষ্কার করান।