এক্সপ্লোর
Maa Laxmi Puja: কার্তিক পূর্ণিমায় শুভ যোগ, মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পুজো করুন এই বিশেষ সময়ে
Kartik Purnima 2022: কার্তিক পূর্ণিমায় শুভ যোগ, মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পুজো করুন এই বিশেষ সময়ে
কার্তিক পূর্ণিমায় লক্ষ্মীপুজো যোগ
1/7

কার্তিক মাসটিকে সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এই বছর কার্তিক পূর্ণিমা ৪ নভেম্বরে। এই দিনে উপোস করলে ভাল ফললাভ হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে নদীতে স্নান এবং দান করলে পুরো মাসব্যাপী পুজো করার সমান ফল পাওয়া যায়।
2/7

এই মাসটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। মনে করা হয় এই মাসেই শ্রী হরি মৎস্য অবতার ধারণ করেছিলেন। এই দিনটিকে গুরু নানক জয়ন্তী হিসেবেও পালন করা হয়। শাস্ত্র অনুসারে, কার্তিক পূর্ণিমার দিনে কিছু বিশেষ কাজ করলে দেবী লক্ষ্মী খুব খুশি হন এবং ব্যক্তির জীবনে কখনও অর্থ ও শস্যের অভাব হয় না।
Published at : 30 Oct 2022 02:43 PM (IST)
আরও দেখুন






















