সুস্বাস্থ্যের জন্য সব ধরনের ভিটামিন এবং পুষ্টিকর খাবার প্রয়োজনীয়। শরীরে প্রোটিন, খনিজ এবং ভিটামিন অত্যাবশ্যকীয়। যদি কোনও একটা ভিটামিনের ঘাটতি থাকে, তাহলে গুরুতর রোগের শিকার হতে পারেন। Vitamin B12-ও তেমনই একটা প্রয়োজনীয় উপাদান শরীরের পক্ষে। যার অভাবে শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
2/6
image 2বিশেষজ্ঞরা বলেন, Vitamin B12 'কোবালামাইন' হিসেবেও পরিচিত। মস্তিষ্কের স্বাভাবিক কাজকর্মের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোহিত রক্তকণিকা গঠনে নিযুক্ত থাকে এবং DNA-কে নিয়ন্ত্রণে সাহায্য করে। Vitamin B12-এর অভাবে স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে।(ছবি সৌজন্য : Pixabay)
3/6
Vitamin B12-এর অভাবে দ্রুত ওজন কমতে থাকে। পেশী দুর্বল হয়ে পড়ে এবং চামড়া হলুদ হয়ে যায়। কাজেই ভিটামিন বি১২-এর ঘাটতি মিটবে এমন খাবার খাওয়া প্রয়োজন। ১৮ ঊধর্বদের দৈনন্দিন 2s.4 মাইক্রোগ্রাম ভিটামিন বি১২ প্রয়োজন।(ছবি সৌজন্য : Pixabay)
4/6
নন-ভেজিটেরিয়ানরা মুরগির মাংস, মাছ, ডিম থেকে Vitamin B12-এর রসদ পেতে পারেন। ডিমে প্রচুর পরিমাণে B2 and B12 থাকে। রোজ দুটি করে ডিম খেলে ভিটামিন বি১২-এর দৈনন্দিনের ৪৬ শতাংশ চাহিদা পূরণ হয়।
5/6
ভেজিটেরিয়ানরা দুধ, দই এবং চিজ থেকে Vitamin B12 পেতে পারেন। এছাড়া আমোন্ড, ওট, নারকেল দুধ এবং কাজুবাদামে ভিটামিন বি১২ পাওয়া যায়।
6/6
কিন্তু, আপনার যদি Vitamin B12-এর ঘাটতি থাকে, তাহলে মদ এড়িয়ে যান। এছাড়া অতিরিক্ত পরিমাণে ফলিক অ্যাসিড ধারণও এড়াতে হবে।