Ghee or Olive Oil: তেল না ঘি কোনটি খাওয়া ভাল তা নিয়ে নানা মুনির নানা মত রয়েছে।
By : ABP Ananda | Updated at : 23 Apr 2023 09:57 PM (IST)
কোনটায় উপকার বেশি?
1/7
আমরা রান্নাঘরে নানা তেল ব্যবহার করে থাকি। অনেকসময় খাবারের স্বাদ বৃদ্ধি করতে তেলের পরিবর্তে ঘি-ও ব্যবহার করে থাকি। তবে তেল না ঘি কোনটি খাওয়া ভাল তা নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। স্বাস্থ্যর বিষয়টি মাথায় রেখে অনেকে অলিভ অয়েলও খান। তবে কোনটি খাওয়া উপকার?
2/7
পুষ্টিবিদরা বলে থাকেন, অধিকাংশ তেলের তুলনায় ঘি'র উচ্চ তাপমাত্রায় রান্না করা যেতে পারে। ভারতীয় খাবার রান্না করার জন্য এই গুণটি ঘিকে একটি আদর্শ পছন্দ করে তোলে।
3/7
ঘি-এর মধ্যে মাঝারি এবং শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিড রয়েছে। যা দেহে শক্তি বৃদ্ধি করে। ঠাণ্ডার সময় তাই ঘি খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
4/7
ঘি এর ভিটামিন এ এবং ই উপাদান এটিকে একটি ত্বক-বান্ধব উপাদান করে তোলে। ঘি আপনার সিস্টেমকে পরিষ্কার করতে এবং কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পেতে সহায়তা করে বলেও বলা হয়।
5/7
অন্যদিকে, হার্ট অ্যাটাক, আর্থারাইটিস, স্তন ক্যান্সার, কোলোরেক্টাল ক্যানসার, জরায়ুর ক্যান্সার থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য, গলব্লাডারে সমস্যা, মাইগ্রেনের সমস্যা প্রভৃতি বিভিন্ন ধরনের রোগ নিরাময়ে অলিভ অয়েলের ভূমিকা অনেকটাই।
6/7
অলিভ অয়েলে প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। এতে উপকারী ফ্যাটি অ্যাসিড ছাড়াও রয়েছে ভিটামিন ই। অলিভ অয়েলে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট দুরারোগ্য ব্যাধি থেকেও মুক্তি দেয়।
7/7
অলিভ অয়েল স্ট্রোক প্রতিরোধে সহায়তা করতে পারে। অলিভ অয়েলে থাকা মনস্যাচুরেটেড ফ্যাট স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কমায়।