এক্সপ্লোর
Ram Navami: আজ রাম নবমী, প্রিয়জনকে পাঠান শুভেচ্ছাবার্তা, কী কী লিখবেন?
রাম নবমী
1/7

আজ রামনবমী। ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের জন্মদিন হিসেবে দেখা হয় এই তিথিকে। রামচন্দ্রকে শ্রী কৃষ্ণের সপ্তম অবতার হিসেবে দেখা হয়। চৈত্র মাসের শুক্ল নবমী তিথিতে পালিত হয় এই উৎসব। চৈত্র মাসের নবরাত্রির নবম দিনে রামনবমী উদযাপিত হয়।
2/7

কী কী শুভেচ্ছাবার্তা পাঠাবেন- ১। রাম নবমীর এই শুভ দিনে সকল ইচ্ছে পুরণ হোক, এই কামনা করি। শুভ রাম নবমী। আজ সকালে এমন বার্তা পাঠান সকলে। পুজোর এই বিশেষ দিনে সকলের শুভ কামনা করুন। এমন বার্তা পাঠাতে পারেন সকল আত্মীয়, বন্ধু ও পরিবারের লোকদের।
Published at : 10 Apr 2022 12:33 PM (IST)
আরও দেখুন






















