এক্সপ্লোর
Love at First Light: যত নষ্টের গোড়া হরমোন! প্রথম দর্শনে আদৌ কি হয় প্রেম...যা বলছে বিজ্ঞান
Valentine's Day Special: আবারও এসে উপস্থিত ভ্যালেন্টাইন্স ডে। প্রেম উদযাপনে মাতোয়ারা হওয়ার দিন। কিন্তু প্রেম-ভালবাসার অনুভূতি সম্পর্কে পরিষ্কার ধারণা কি রয়েছে আমাদের!
![Valentine's Day Special: আবারও এসে উপস্থিত ভ্যালেন্টাইন্স ডে। প্রেম উদযাপনে মাতোয়ারা হওয়ার দিন। কিন্তু প্রেম-ভালবাসার অনুভূতি সম্পর্কে পরিষ্কার ধারণা কি রয়েছে আমাদের!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/13/4231d4506d1e06605d64c54988fad7fe1676246579702338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি: পিক্সাবে।
1/10
![যুদ্ধ, হানাহানি, রক্তক্ষয়, সৃষ্টির পর থেকে হেন কিছু নেই ঘটেনি পৃথিবীর বুকে। জ্বালা-যন্ত্রণা নিয়েই জীবনধারণ। তার মধ্যেও জীবনে প্রেম আসে, ভালবাসতে শেখেন মানুষ। তাই হাজার ঘাত-প্রতিঘাত সত্ত্বেও শেষমেশ ভালবাসাই বাঁচিয়ে রাখে আমাদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/13/db3a17f7bcac837ecc1fe2bc630a5473e5ebf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
যুদ্ধ, হানাহানি, রক্তক্ষয়, সৃষ্টির পর থেকে হেন কিছু নেই ঘটেনি পৃথিবীর বুকে। জ্বালা-যন্ত্রণা নিয়েই জীবনধারণ। তার মধ্যেও জীবনে প্রেম আসে, ভালবাসতে শেখেন মানুষ। তাই হাজার ঘাত-প্রতিঘাত সত্ত্বেও শেষমেশ ভালবাসাই বাঁচিয়ে রাখে আমাদের।
2/10
![কিন্তু প্রেম-ভালবাসারও হাজার ধরন রয়েছে। কখনও সম্পূর্ণ অচেনা মানুষের সঙ্গে একছাদের নিচে থাকতে হলেও, তাঁকে মনপ্রাণ দিয়ে ভালবাসতে সময় লাগে। কখনও আবার শুধু চোখাচোখিতেই মনে জায়গা করে নেয় কেউ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/13/edab7ba7e203cd7576d1200465194ea86127b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু প্রেম-ভালবাসারও হাজার ধরন রয়েছে। কখনও সম্পূর্ণ অচেনা মানুষের সঙ্গে একছাদের নিচে থাকতে হলেও, তাঁকে মনপ্রাণ দিয়ে ভালবাসতে সময় লাগে। কখনও আবার শুধু চোখাচোখিতেই মনে জায়গা করে নেয় কেউ।
3/10
![সাহিত্য, কবিতা এবং সিনেমার দৌলতে এই প্রথম দর্শনের প্রেম আজও হই হই করে চলছে। তাকে ঘিরে আলাদা উন্মাদনাও কাজ করে। কিন্তু প্রথম দেখাতেই কি কাউকে ভালবাসা সম্ভব? মনোবিজ্ঞানে এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/13/e89666feb714ab9c3946f28f00c5d8c48302a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সাহিত্য, কবিতা এবং সিনেমার দৌলতে এই প্রথম দর্শনের প্রেম আজও হই হই করে চলছে। তাকে ঘিরে আলাদা উন্মাদনাও কাজ করে। কিন্তু প্রথম দেখাতেই কি কাউকে ভালবাসা সম্ভব? মনোবিজ্ঞানে এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে।
4/10
![মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে, প্রথম দর্শনে কাউকে ভাল লাগতেই পারে। কিন্তু এই ভাললাগাকে ভালবাসা বলে বিভ্রম হয়। কিন্তু মনের সেই বিভ্রম বুঝতে সময় লাগে অনেক। তাতে হরমোন মস্তিষ্কের সেই সুপ্ত কুঠুরিকে জাগিয়ে তোলে, যা থেকে আসক্তিমূলক আচরণ জন্ম নেয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/13/64b8299d1597b8a5c7b9cb9c88642f6c30753.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে, প্রথম দর্শনে কাউকে ভাল লাগতেই পারে। কিন্তু এই ভাললাগাকে ভালবাসা বলে বিভ্রম হয়। কিন্তু মনের সেই বিভ্রম বুঝতে সময় লাগে অনেক। তাতে হরমোন মস্তিষ্কের সেই সুপ্ত কুঠুরিকে জাগিয়ে তোলে, যা থেকে আসক্তিমূলক আচরণ জন্ম নেয়।
5/10
![গবেষকদের কেউ কেউ আবার প্রথম দর্শনের প্রেমকে রিরংসার সঙ্গে এক বন্ধনীতে রাখার পক্ষপাতী। তাঁদের মতে, প্রথম দর্শনে একমাত্র রিরংসার প্রকাশ ঘটে। ভালবাসা জন্মায় পরে, পরস্পরকে বুঝতে শেখার পর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/13/85b6f89b41cae26786ac72365fff771bf8745.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গবেষকদের কেউ কেউ আবার প্রথম দর্শনের প্রেমকে রিরংসার সঙ্গে এক বন্ধনীতে রাখার পক্ষপাতী। তাঁদের মতে, প্রথম দর্শনে একমাত্র রিরংসার প্রকাশ ঘটে। ভালবাসা জন্মায় পরে, পরস্পরকে বুঝতে শেখার পর।
6/10
![আভিধানিক সংজ্ঞা অনুযায়ী, ব্যক্তিগত বন্ধন থেকে উদ্ভুত অন্যের প্রতি প্রবল স্নেহই আসলে ভালবাসা। ভালবাসাকে তিনটি ভাগে ভাগ করার পক্ষপাতী অনেকে, রিরংসা, আকর্ষণ এবং আসক্তি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/13/9414a8f5b810972c3c9a0e2860c07532a3114.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আভিধানিক সংজ্ঞা অনুযায়ী, ব্যক্তিগত বন্ধন থেকে উদ্ভুত অন্যের প্রতি প্রবল স্নেহই আসলে ভালবাসা। ভালবাসাকে তিনটি ভাগে ভাগ করার পক্ষপাতী অনেকে, রিরংসা, আকর্ষণ এবং আসক্তি।
7/10
![কিন্তু এই তিনটি অনুভূতিই পরস্পরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে এবং পরস্পরকে শক্তি জোগায়। গবেষকদের মতে, টেস্টোটেরন এবং এস্ট্রোজেন রিরংসার জন্য দায়ী। আকর্ষণ জন্মায় মানসিক চাপ এবং প্রত্যাশা থেকে। অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন থেকে জন্মায় আসক্তি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/13/a269962fe1424e1ca3e68c328b9fed6158e44.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু এই তিনটি অনুভূতিই পরস্পরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে এবং পরস্পরকে শক্তি জোগায়। গবেষকদের মতে, টেস্টোটেরন এবং এস্ট্রোজেন রিরংসার জন্য দায়ী। আকর্ষণ জন্মায় মানসিক চাপ এবং প্রত্যাশা থেকে। অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন থেকে জন্মায় আসক্তি।
8/10
![তাই কারও প্রতি আকর্ষিত হওয়ার অর্থ ভালবাসা নয়, মত মনোবিদদের একাংশের। তাঁদের মতে, কাউকে শুধু একঝলক দেখে ভালবাসা যায় না। ভালবাসা জন্মাতে সময় লাগে। পছন্দের মানুষটিক বিচার-বুদ্ধি, মূল্যবোধ, দক্ষতার প্রতি যখন ভালবাসা জন্মায়, সেটিই আসল অনুভূতি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/13/8df7b73a7820f4aef47864f2a6c5fccfd8f46.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তাই কারও প্রতি আকর্ষিত হওয়ার অর্থ ভালবাসা নয়, মত মনোবিদদের একাংশের। তাঁদের মতে, কাউকে শুধু একঝলক দেখে ভালবাসা যায় না। ভালবাসা জন্মাতে সময় লাগে। পছন্দের মানুষটিক বিচার-বুদ্ধি, মূল্যবোধ, দক্ষতার প্রতি যখন ভালবাসা জন্মায়, সেটিই আসল অনুভূতি।
9/10
![তাই প্রথম দর্শনে কাউকে দেখে উত্তেজনা জাগা সাময়িক বলে মত মনোবিদদের। দীর্ঘমেয়াদি সম্পর্ক চান যাঁরা, প্রথম দর্শনে কাউকে বেছে নেওয়ার সিদ্ধান্ত ভুল হতে পারে বলে মত তাঁদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/13/0df92967eef63d60ebd3f57931c05dbbf4a7b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তাই প্রথম দর্শনে কাউকে দেখে উত্তেজনা জাগা সাময়িক বলে মত মনোবিদদের। দীর্ঘমেয়াদি সম্পর্ক চান যাঁরা, প্রথম দর্শনে কাউকে বেছে নেওয়ার সিদ্ধান্ত ভুল হতে পারে বলে মত তাঁদের।
10/10
![ভালবাসা বুঝতে অনেকে আবার হরমোনের ককটেল বোঝেন, যা নিঃসৃত হয়ে তাঁদের মনকে তৃপ্ত করে, নিরাপত্তা জোগায়। ভালবাসার ক্ষেত্রে তাই মন এবং শরীর দুই-ই সমান গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। তাই অল্প বয়সে প্রথম দর্শনে কাউকে দেখে যে অনুভূতি জাগে, বয়সে পৌঁছে সেই স্মৃতিই ঝাপসা হয়ে আসে বলে মনে করেন মনোবিদরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/13/ca538c343179bf0fbdfab6cd10469afda748a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভালবাসা বুঝতে অনেকে আবার হরমোনের ককটেল বোঝেন, যা নিঃসৃত হয়ে তাঁদের মনকে তৃপ্ত করে, নিরাপত্তা জোগায়। ভালবাসার ক্ষেত্রে তাই মন এবং শরীর দুই-ই সমান গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। তাই অল্প বয়সে প্রথম দর্শনে কাউকে দেখে যে অনুভূতি জাগে, বয়সে পৌঁছে সেই স্মৃতিই ঝাপসা হয়ে আসে বলে মনে করেন মনোবিদরা।
Published at : 13 Feb 2023 05:06 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)