এক্সপ্লোর
Mobile Battery: ঘন ঘন ফুরিয়ে যাচ্ছে ফোনের চার্জ? রইল 'ব্যাটারি লাইফ' দীর্ঘ করার ১০ উপায়
Phone Battery Life: আধুনিক জীবনে ফোন তো সবসময়ের সঙ্গী আমাদের। স্মার্টফোনই বেশিরভাগ মানুষ ব্যবহার করেন। কিন্তু ফোনের চার্জ বেশিক্ষণ রাখবেন কী করে? রইল ১০ সহজ টিপস।
ছবি সৌজন্য: পিক্স্যাবে
1/10

ধরুন এমন কোনও জায়গায় আপনাকে অনেকটা সময় থাকতে হবে যেখানে ফোনের ব্যবহারও বেশি করতে হবে। অর্থাৎ ফোনে চার্জ বেশিক্ষণ থাকাও জরুরি। তখন কী করবেন? ফোনের 'পাওয়ার সেভিং মোড' চালু করে দিন। যে সমস্ত কারণে ফোনের ব্যাটারি বেশি নষ্ট হয়, সেগুলি নিজেই বন্ধ করে দেয় এই ফিচার।
2/10

ফোনের চার্জ বাঁচানোর দ্বিতীয় উপায় ফোনের 'ব্রাইটনেস' কমিয়ে রাখা। স্মার্টফোনের স্ক্রিন বেশ বড়, উজ্জ্বল হয়। যা প্রবল পরিমাণে ব্যাটারি শেষ করে। সবসময় ফোনের ঔজ্জ্বল্য থাকার বোধ হয় প্রয়োজনও পড়ে না। ব্যাটারি লাইফ দীর্ঘ করার জন্য কমিয়ে রাখতে পারেন 'ব্রাইটনেস'। একইসঙ্গে 'অটো ব্রাইটনেস' বন্ধ করে রাখতে পারেন। কারণ এই অপশনের ফলে অনেক সময় প্রয়োজন না থাকলেও ব্রাইটনেস বাড়িয়ে দেয়।
Published at : 25 Jul 2023 11:29 AM (IST)
আরও দেখুন






















