এক্সপ্লোর
Aadhaar card Update: আধারের তথ্য হাতাতে জাল বুনছে প্রতারকরা, কীভাবে তালা দেবেন নথিতে ?
aadhaar card Update : আধারে উঁকি মারছে প্রতারকরা ! কীভাবে তালা দেবেন বায়োমেট্রিক তথ্যে ?
1/7

নিত্যদিন আধারের তথ্য হাতাতে জাল বুনছে প্রতারকরা। আপনার আধারকে আরও সুরক্ষিত করতে তালা দিন বায়োমেট্রিক তথ্যে। কীভাবে ইচ্ছেমতো লক/আনলক করতে পারবেন আপনার গোপন নথি ?
2/7

কেন বায়োমেট্রিক তথ্য গুরুত্বপূর্ণ ? বর্তমানে আধার কার্ড যাচাইয়ের ক্ষেত্রে কাজে লাগে বায়োমেট্রিক তথ্য। মোবাইলের সিম কার্ড নিতে গেলে আধার কার্ড দেখতে চায় দোকানি। আপনার পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে ব্যবহার করা হয় আধার কার্ড। মূলত, কার্ড করার সময় আঙুলের ছাপের পাশাপাশি চোখের স্ক্যান বা আইরিস ডেটা নেয় আধার কর্তৃপক্ষ। এই তথ্যই নাম, ঠিকানা ও ছবির পাশাপাশি ব্যক্তির পরিচয় বোঝায়। সবার আঙুলের ছাপ আলাদা হওয়ায় দ্রুত এই বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে জানা যায় আপনার পরিচয়।
Published at : 18 Nov 2021 04:12 PM (IST)
আরও দেখুন






















