এক্সপ্লোর
Turkey Earthquake: ভূগর্ভে মারাত্মক বিচ্যুতি, ভূমিকম্পে নকশাবদল তুরস্কের, পশ্চিমে সরে গেল আস্ত ভূখণ্ড!
Turkey Syria Earthquake: চারিদিকে ধ্বংসস্তূপ। যত সরানো হচ্ছে, বেরোচ্ছে দেহ। তার চেয়েও মারাত্মক ক্ষতি হয়ে গিয়েছে তুরস্কের। —ফাইল চিত্র।
—ফাইল চিত্র।
1/11

বিপর্যয়ের ক্ষতচিহ্ন ছড়িয়ে ছিটিয়ে নেই। বরং গ্রাস করে ফেলেছে গোটা দেশকে। ভূমিকম্পে তুরস্কে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১৬ হাজার মানুষ। আহতের সংখ্যা হিসেবের বাইরে। ক্ষয়ক্ষতিও হয়েছে বিপুল।
2/11

একই সঙ্গে বিধ্বংসী ভূমিকম্পে তুরস্কের ভৌগলিক নকশাই নাকি বদলে গিয়েছে! এমনই দাবি করছেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, জোরাল ভূমিকম্প এবং পর পর আফটারশকের জেরে আগের অবস্থান থেকে তুরস্ক অন্তত পাঁচ থেকে ছয় মিটার সরে গিয়েছে।
Published at : 09 Feb 2023 02:53 PM (IST)
আরও দেখুন






















