লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। চোখ রাঙাচ্ছে করোনার দ্বিতীয় সংক্রমণ। চিন্তার আবহের মাঝেই হয়ে গেল আনন্দের রঙের উৎসব পালন। দেশজুড়ে বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে সতর্ক থেকে উৎসব পালনের ছবি। তবে বেশিরভাগ জায়গাতেই সেই ছবি দেখা যায়নি। অসমের বারপেতায় হোলির দিনে একসঙ্গে জড়ো হন অনেক মানুষ, বলা বাহুল্য যেখানে করোনা রুখতে প্রয়োজনীয় নিয়মনীতি উঠেছিল শিকেয়। (ছবি-পিটিআই)
2/8
দোল উৎসবের পর বঙ্গবাসী হোলির আনন্দেও একইভাবে সামিল হন। কিন্তু পরপর দুদিনই দেখা গেল নিয়মনীতি না মানার ছবি। বীরভূমের ছবি। (পিটিআই)
3/8
হায়দরাবাদও মেতে ওঠে হোলির আনন্দে। আবীরের রঙয়ে একে অপরকে রাঙিয়ে দিয়ে উৎসবে সামিল হন সকলে। (পিটিআই)
4/8
সোশ্যাল ডিশটেনশিং হোক বা মাস্ক পরা, কোনও নিয়মীতি মেনে চলার বালাই দেখা যায়নি উত্তরপ্রদেশে। লখনউ ও প্রয়াগরাজে হোলির ছবি। (পিটিআই)
5/8
খাস কলকাতার বেগমবাজারে হোলির দিনে দেখা যায় এক অভিনব চিত্র। পিপিই কিট পরে আবীর খেলায় মেতে ওঠেন মহিলারা। (পিটিআই)
বৃন্দাবন বিখ্যাত হোলির উৎসবের জন্য। শ্রী বাঙ্কে বিহারি মন্দিরের ছবি। (পিটিআই)
8/8
হোলির উৎসবের আগেই করোনা সংক্রমণ রুখতে বেশ কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল বেশ কিছু বিধিনিষেধ প্রয়োগ করেছিল। যদিও দেশজুড়ে উৎসবের আনন্দের কিন্তু কিন্তু বাড়াল চিন্তার বহর। (পিটিআই)