এক্সপ্লোর
Jaipur Amber Fort: গোপন সুড়ঙ্গ, শিশমহল, হারিয়ে যাওয়া ইতিহাসের সাক্ষী জয়পুরের অম্বর ফোর্ট
ইতিহাসের সাক্ষী অম্বরফোর্ট।
1/11

‘পধারো মারো দেশ’, হিন্দি সিরিয়ালের দৌলতে রাজস্থান শুনলেই মনে পড়ে গানের এই দুই ছত্র। কিন্তু রাজস্থান শুধু বেড়ানোর জায়গা নয়, বরং পরতে পরতে জড়িয়ে রয়েছে ইতিহাসের মণিমুক্তো।
2/11

নিঁখুত কারুকার্য এবং ঐতিহ্যমণ্ডিত জয়পুরের বিখ্যাত অম্বর দুর্গ, যা কি না আমের দুর্গ নামেও পরিচিত, ইতিহাসের এমনই এক সাক্ষী। দীর্ঘ সুড়ঙ্গপথে এই দুর্গ থেকে অন্যত্র পালানোর ব্যবস্থাও ছিল।
Published at : 15 Dec 2021 08:17 PM (IST)
আরও দেখুন






















