এক্সপ্লোর
Rajya Sabha MPs Farewell : রাজ্যসভার ৭২ জন সাংসদের ফেয়ারওয়েল, হাসিমুখে বাক্য-বিনিময় মোদি-খাড়গের

রাজ্যসভার ৭২ জন সাংসদের ফেয়ারওয়েল
1/10

রাজ্যসভার এক-তৃতীয়াংশ সদস্যের অবসর ঘিরে বিরল অনুষ্ঠানের আয়োজন।
2/10

একসঙ্গে ৭২ জন সাংসদের অবসর। এই উপলক্ষে গ্রুপ ফটো সেসনের ব্যবস্থা করা হয়।
3/10

তবে, অনুষ্ঠানে শুধু অবসর গ্রহণ করতে চলা সাংসদরাই নন, ছিলেন মেয়াদ না শেষ হওয়া সদস্যরাও।
4/10

রাজ্যসভার প্রায় ২০৩ জন সাংসদ উপস্থিত ছিলেন, যার মধ্যে ২৩ জন মহিলা সদস্য। এমনই খবর সূত্রের।
5/10

অনুষ্ঠানে ছিলেন রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ ও মন্ত্রীরাও।
6/10

৭২ সাংসদের ফেয়ারওয়েল অনুষ্ঠানের আগে হাসিমুখে কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রী ও রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে।
7/10

সংশ্লিষ্ট অনুষ্ঠানে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও মুক্তার আব্বাস নকভি।
8/10

রাম গোপাল যাদবের সঙ্গে হাসিমুখে বাক্য বিনিময় করতে দেখা যায় কংগ্রেসের আনন্দ শর্মাকে।
9/10

ছিলেন সাংসদ মেরি কমও। এপ্রিলেই অবসর নিচ্ছেন তিনি।
10/10

রাজ্যসভায় এই ফেয়ারওয়েল বক্তব্য চলে প্রায় ৬ ঘণ্টা ২৭ মিনিট। যা দীর্ঘতম। ৬৫ জন বক্তব্য রাখেন।
Published at : 01 Apr 2022 09:27 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
