এক্সপ্লোর
কীভাবে UTS অ্যাপের মাধ্যমে কাটবেন লোকাল ট্রেনের টিকিট, জেনে নিন নিয়ম-কানুন
যাত্রী সুবিধার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে ভারতীয় রেল। UTS অ্যাপ তারই একটা উদাহরণ। এই অ্যাপের মাধ্যমে আপনি কোনও লাইনে না দাঁড়িয়ে খুব সহজে নিজের মোবাইল ফোনের মাধ্যমে কাটতে পারবেন ট্রেনের টিকিট।

প্রতীকী ছবি (সৌজন্য-গেটি)
1/9

সবার প্রথমে আপনাকে আপনার অ্যান্ড্রায়েড মোবাইল বা আই ফোনে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে UTS অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর আপনার সম্পর্কে উপযুক্ত তথ্য দিয়ে ওই অ্যাপে লগ ইন করতে হবে। (ছবি সৌজন্য- পিটিআই)
2/9

লগইন করার পর আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যেতে চাইছেন তা উল্লেখ করে ইউটিএস অ্যাপের ওয়ালেট বা যে কোনও ইউপিআইর মাধ্যমে খুব সহজেই টিকিট কাটতে পারবেন অনলাইনে। (ছবি সৌজন্য- পিটিআই)
3/9

আপনি এই ইটিএস অ্যাপ্লিকেশনটির অ্যান্ড্রায়েড ভার্সান আপনার অ্যান্ড্রায়েড ফোন থেকে ডাউনলোড করতে পারবেন গুগল প্লে স্টোর থেকে। উইন্ডোজ ভার্সান ডাউনলোড করা যাবে উইন্ডোজ স্টোর থেকে আর আইওএস ভার্সান ডাউনলোড করা যাবে অ্যাপেল স্টোর থেকে। (ছবি সৌজন্য- পিটিআই)
4/9

যাত্রীদের প্রথমে UTS অ্যাপ্লিকেশন বা www.utsonmobile.indianrail.gov.in ওয়েবসাইটের মাধ্যমে তাঁদের নাম, মোবাইল নম্বর, লিঙ্গ, জন্ম তারিখ ও পাসওয়ার্ড দিয়ে নথিভুক্ত করতে হবে। ঠিকঠাক নথিভুক্ত হলে ভারতীয় রেলের তরফে লগইন আইডি ও পাসওয়ার্ড সমেত একটি এসএমএস পাঠানো হবে। সেই সঙ্গে কোনও অতিরিক্ত খরচ ছাড়াই শূন্য ব্যালেন্সের আর ওয়ালেট তৈরি করা হবে যাত্রীর নামে। (ছবি সৌজন্য- পিটিআই)
5/9

অ্যাপের মাধ্যমে টিকিট কাটার বিষয়ে প্রথমে যা সুবিধা ছিল এখন তা আরও বাড়ানো হয়েছে। আগে কাটা না গেলেও এখন স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়েই আপনি আপনার গন্তব্যে পৌঁছনোর জন্য টিকিট কাটতে পারবেন। তবে এই পরিষেবা নেওয়ার জন্য আপনার ফোন জিপিএস থাকতে হবে। (ছবি সৌজন্য- পিটিআই)
6/9

কাগজবিহীন ও কাগজের টিকিট দুটোই কাটা যাবে ইউটিএস অ্যাপের মাধ্যমে। কাগজবিহীন টিকিটের ক্ষেত্রে যাত্রীর জিপিএস পরীক্ষা করে দেখা হবে তিনি ট্রেনের মধ্যে থেকে টিকিট বুক করছেন কিনা। তা না হলেই নতুন নিয়ম অনুযায়ী টিকিট কাটতে কোনও সমস্যা হবে না তাঁর। এক্ষেত্রে প্রিন্ট করা টিকিট দরকার হবে না। টিকিট পরীক্ষক এলে মোবাইলের নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করে রাখা টিকিটটি দেখালেই হবে। (ছবি সৌজন্য- পিটিআই)
7/9

কাগজের টিকিটের জন্য অ্যাপে থাকা নির্দিষ্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর যে স্টেশন থেকে টিকিট কাটছেন সেখানকার এভিটিএম, সিওটিভিএম ও ওসিআর মেশিন থেকে বুকিং আইডি ব্যবহার করে টিকিটের প্রিন্ট আউট বের করতে হবে। স্টেশনে ইউটিএস বুকিং কাউন্টার থাকলে সেখান থেকেও পেতে পারেন প্রিন্ট আউট। এখানে মনে রাখা প্রয়োজন কাগজবিহীন টিকিটের জন্য জিপিএস থাকা বাধ্যতামূলক। কিন্তু, কাগজের টিকিটের জন্য তা নয়। (ছবি সৌজন্য- পিটিআই)
8/9

কাগজবিহীন টিকিটের জন্য প্রিন্ট আউটের দরকার নেই। কিন্তু কাগজের টিকিটের প্রিন্ট আউট না থাকলে ভ্রমণের সময় যাত্রীকে জরিমানা দিতে হবে। অন্যদিকে কোনও কারণে মোবাইল বন্ধ হয়ে যাওয়ার ফলে যাত্রী যদি কাগজবিহীন টিকিট দেখাতে না পারেন তাহলে তাঁকে জরিমানার সম্মুখীন হতে হবে। (ছবি সৌজন্য- পিটিআই)
9/9

কোনও কারণে ইউটিএস অ্য়াপের মাধ্যমে টিকিট কাটার পরেও সেটা যদি আপনার মোবাইল তা দেখায় তাহলে আপনি যেখান থেকে ট্রেনে উঠছেন সেখানকার সুপারভাইজারের সঙ্গে দেখা করে বিষয়টি জানান। দরকারে ফোন করতে পারেন হেল্পলাইন নম্বরেও। যদি টাকা কাটার পরেও টিকিট না পেয়ে থাকেন তাহলে চিন্তা করবেন না সাতদিনের মধ্যে টাকা ফেরত যাবে আপনার অ্যাকাউন্টে।
Published at : 16 May 2024 08:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ফ্যাক্ট চেক
জেলার
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
