এক্সপ্লোর
Dalai Lama 87th Birthday: বাল্য বয়সে সরকারের মাথায়, চিনের তাড়া খেয়ে আজীবন নির্বাসনে, দলাই লামা নাকি বিচ্ছিন্নতাকামী!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/06/9a5ece101948dcfe7f11c32a611930bc1657102534_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি: পিটিআই।
1/10
![জন্মের আগেই ঠিক হয়ে গিয়েছিল ভবিতব্য। গোটা দুনিয়া তাঁকে চিনবে, অথচ নিজভূমে ফেরার অধিকারই থাকবে না তাঁর। জন্মদিনে চিনে নিন দলাই লামাকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/06/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800456c6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জন্মের আগেই ঠিক হয়ে গিয়েছিল ভবিতব্য। গোটা দুনিয়া তাঁকে চিনবে, অথচ নিজভূমে ফেরার অধিকারই থাকবে না তাঁর। জন্মদিনে চিনে নিন দলাই লামাকে।
2/10
![চতুর্দশতম দলাই লামা, তেনজিং গিয়াস্তো, ১৯৩৫ সালের ৬ জুলাই উত্তর পূর্বের তাতসের গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে নাম ছিল লামো ধন্ডুপ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/06/156005c5baf40ff51a327f1c34f2975b78806.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চতুর্দশতম দলাই লামা, তেনজিং গিয়াস্তো, ১৯৩৫ সালের ৬ জুলাই উত্তর পূর্বের তাতসের গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে নাম ছিল লামো ধন্ডুপ।
3/10
![তাঁর মধ্যে ত্রয়োদশ দলাই লামার পুনর্জন্ম ঘটেছে বলে মাত্র দু’বছর বয়সে চিহ্নিত হন লামো। করুণার বোধিসত্ত্ব হিসেবে পুনর্জন্ম নেবেন বলে মৃত্যুর আগেই জানিয়ে গিয়েছিলেন ত্রয়োদশ দলাই লামা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/06/ae566253288191ce5d879e51dae1d8c37f063.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তাঁর মধ্যে ত্রয়োদশ দলাই লামার পুনর্জন্ম ঘটেছে বলে মাত্র দু’বছর বয়সে চিহ্নিত হন লামো। করুণার বোধিসত্ত্ব হিসেবে পুনর্জন্ম নেবেন বলে মৃত্যুর আগেই জানিয়ে গিয়েছিলেন ত্রয়োদশ দলাই লামা।
4/10
![চিন যখন বেপরোয়া হয়ে উঠছে, সেই সময় ১৯৫০ সালে ছ’বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন দলাই লামা। তিব্বত সরকারের প্রধান হিসেবে তাঁকে অভিষিক্ত করার প্রস্তুতি শুরু হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/06/032b2cc936860b03048302d991c3498f346b5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চিন যখন বেপরোয়া হয়ে উঠছে, সেই সময় ১৯৫০ সালে ছ’বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন দলাই লামা। তিব্বত সরকারের প্রধান হিসেবে তাঁকে অভিষিক্ত করার প্রস্তুতি শুরু হয়।
5/10
![দলাই লামা কথাটির অর্থ হল জ্ঞানসাগর। ১৯৫৯ সালে চিন তিব্বত দখল করার পর নির্বাচনে যেতে বাধ্য হন দলাই লামা। উত্তর ভারতের ধর্মশালায় আশ্রয় গ্রহণ করেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/06/799bad5a3b514f096e69bbc4a7896cd90b0c6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দলাই লামা কথাটির অর্থ হল জ্ঞানসাগর। ১৯৫৯ সালে চিন তিব্বত দখল করার পর নির্বাচনে যেতে বাধ্য হন দলাই লামা। উত্তর ভারতের ধর্মশালায় আশ্রয় গ্রহণ করেন।
6/10
![তিব্বতের ভবিষ্যৎ নির্ধারণের লক্ষ্যে ১৯৮৭ সালে আমেরিকার ওয়াশিংটন ডিসি-তে শান্তি প্রস্তাব পেশ করেন দলাই লামা। চিনা বাহিনীকে সরিয়ে সেখানে তিব্বতি নাগরিকদের মানবাধিকার প্রতিষ্ঠআর কথা বলেন তিনি। শুরু হয় দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রক্রিয়া।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/06/d0096ec6c83575373e3a21d129ff8fef8bce7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তিব্বতের ভবিষ্যৎ নির্ধারণের লক্ষ্যে ১৯৮৭ সালে আমেরিকার ওয়াশিংটন ডিসি-তে শান্তি প্রস্তাব পেশ করেন দলাই লামা। চিনা বাহিনীকে সরিয়ে সেখানে তিব্বতি নাগরিকদের মানবাধিকার প্রতিষ্ঠআর কথা বলেন তিনি। শুরু হয় দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রক্রিয়া।
7/10
![১৯৮৯ সালে নোবেল শান্তি পুরস্কারের মঞ্চে ভাষণ দেন দলাই লামা। সেখানেও তিব্বত এবং সেখানকার মানুষের স্বার্থ তুলে ধরেন তিনি। তবে বাকিদের থেকে চতুর্দশ দলাই লামা অনেক দিক থেকে আলাদা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/06/30e62fddc14c05988b44e7c02788e1877acb0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৯৮৯ সালে নোবেল শান্তি পুরস্কারের মঞ্চে ভাষণ দেন দলাই লামা। সেখানেও তিব্বত এবং সেখানকার মানুষের স্বার্থ তুলে ধরেন তিনি। তবে বাকিদের থেকে চতুর্দশ দলাই লামা অনেক দিক থেকে আলাদা।
8/10
![দলাই লামার পূর্বসূরিদের মধ্যে দুই জন মরণোত্তর উপাধি পেয়েছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর তাঁকে পেয়েছিল তিব্বত সরকার। বর্তমান দলাই লামা বিজ্ঞানেও সমান আগ্রহী। বিশেষ করে জীবচক্রের প্রতি ঝোঁক রয়েছে তাঁর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/06/18e2999891374a475d0687ca9f989d8363c62.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দলাই লামার পূর্বসূরিদের মধ্যে দুই জন মরণোত্তর উপাধি পেয়েছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর তাঁকে পেয়েছিল তিব্বত সরকার। বর্তমান দলাই লামা বিজ্ঞানেও সমান আগ্রহী। বিশেষ করে জীবচক্রের প্রতি ঝোঁক রয়েছে তাঁর।
9/10
![শুধু তাই নয়, আমেরিকা-সহ পশ্চিমি দেশে পা রাখা প্রথম দলাই লামা এই চতুর্দশ দলাই লামাই। চিন সরকার পরবর্তী দলাই লামা বেছে নিতে দেবে না বলে ২০১৫ সালেই আশঙ্কা প্রকাশ করেন তিনি। এমনকি তাঁর সঙ্গে নির্বাসিত বৌদ্ধ সন্ন্যাসীরা এবং চিন সরকার দুই পৃথক দলাইলামা নির্বাচন করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/06/8cda81fc7ad906927144235dda5fdf15cf141.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শুধু তাই নয়, আমেরিকা-সহ পশ্চিমি দেশে পা রাখা প্রথম দলাই লামা এই চতুর্দশ দলাই লামাই। চিন সরকার পরবর্তী দলাই লামা বেছে নিতে দেবে না বলে ২০১৫ সালেই আশঙ্কা প্রকাশ করেন তিনি। এমনকি তাঁর সঙ্গে নির্বাসিত বৌদ্ধ সন্ন্যাসীরা এবং চিন সরকার দুই পৃথক দলাইলামা নির্বাচন করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
10/10
![দলাই লামাকে বিচ্ছিন্নতাবাদী তকমা দিয়েছে তিন সরকার। তিব্বতে দলাই লামার সমর্থকদের চিহ্নিত করা হয় বলে অভিযোগ। তিব্বতের উপর চিনের জোর এতটাই যে, দলাই লামার উক্তি গাড়িতে রাখার জন্য চিনের কাছে ক্ষমা চায় বিলাসবহুল গাড়ি সংস্থা মার্সিডিজ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/06/fe5df232cafa4c4e0f1a0294418e566081ee0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দলাই লামাকে বিচ্ছিন্নতাবাদী তকমা দিয়েছে তিন সরকার। তিব্বতে দলাই লামার সমর্থকদের চিহ্নিত করা হয় বলে অভিযোগ। তিব্বতের উপর চিনের জোর এতটাই যে, দলাই লামার উক্তি গাড়িতে রাখার জন্য চিনের কাছে ক্ষমা চায় বিলাসবহুল গাড়ি সংস্থা মার্সিডিজ।
Published at : 06 Jul 2022 03:49 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)