এক্সপ্লোর
Stephen Hawking Birthday: হুইলচেয়ারে বন্দি, ভরসা যান্ত্রিক স্বর! সহজ ভাষায় ব্রহ্মাণ্ড চিনিয়েছেন হকিং
Stephen Hawking: মাত্র ২১ বছরে থাবা বসিয়েছিল দুরারোগ্য ব্যাধি। তার সঙ্গে লড়াই করেই বিজ্ঞানের ইতিহাসে একটা গোটা অধ্যায় হয়ে উঠেছেন তিনি।
নিজস্ব চিত্র
1/10

বিশ্বের ইতিহাসে সর্বকালের সেরা বিজ্ঞানীদের মধ্যে একজন। ঠিক এভাবেই স্মরণ করা হয় তাঁকে। ব্রহ্মাণ্ড তৈরি কীভাবে? কী তার গঠন? কৃষ্ণ গহ্বর কী? এই প্রশ্নের উত্তরই খুঁজে দিয়েছেন তিনি। বৈজ্ঞানিক থেকে সাধারণ মানুষ সবার জন্য বিজ্ঞানের কঠিন বিষয়গুলি সহজ করে তুলতে পারতেন তিনি। আজ সেই থিয়োরিটিক্যাল ফিজিসিস্ট স্টিফেন হকিং-এর (Stephen Hawking) জন্মদিন।
2/10

বিগ ব্যাং থেকে ব্ল্যাক হোল। রহস্যের উত্তর খুঁজতে বিশ্বের তাবড় বিজ্ঞানীরা তাকিয়ে থেকেছেন স্টিফেন হকিংয়ের দিকেই। কঠিন তত্ত্বের উত্তর সহজ করে বুঝিয়ে দেওয়া এই মহান বিজ্ঞানীর জীবন কিন্তু একেবারেই সহজ ছিল না।
Published at : 08 Jan 2023 02:16 PM (IST)
আরও দেখুন






















