এক্সপ্লোর
Ashwin Amavasya 2024: কবে পড়ছে আশ্বিন অমাবস্যা, তিথি ও মাহাত্ম্য
Ashwin Amavasya: আশ্বিন অমাবস্যা বা মহালয়া অমাবস্যাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় সনাতন ধর্মে। পঞ্জিকা অনুযায়ী, এই অমাবস্যা তিথিতেই সাধারণত পূর্বপুরুষদের প্রসন্ন করার জন্য বাৎসরিক তর্পণ করা হয়।
প্রতীকী ছবি (সৌজন্য- পিক্সাবে)
1/10

আশ্বিন অমাবস্যাকে মহালয়া অমাবস্যা ছাড়াও সর্ব পিত্র অমাবস্যা ও পিত্র বিসর্জনী বলা হয়ে থাকে। সনাতন ধর্মে মনে করা হয় শ্রাদ্ধপক্ষ শেষ হয় এই অমাবস্যা তিথিতে। (ছবি সৌজন্য-পিক্সাবে)
2/10

আশ্বিন অমাবস্যা তিথি শেষ হওয়ার পরেই শুরু হয় শারদীয়া নবরাত্রি। যার জন্য এর গুরুত্ব অপরিসীম বলে মনে করা হয়। এই তিথি শেষ হওয়ার পর সমাপ্ত হয় পিতৃপক্ষ ও শুরু হয় মাতৃপক্ষ।(ছবি সৌজন্য-পিক্সাবে)
Published at : 17 Sep 2024 04:26 PM (IST)
আরও দেখুন






















