এক্সপ্লোর
Pancha Graha Yog: পঞ্চগ্রহের যোগ আজ, মঙ্গলে একাধিক রাশির জীবনে অমঙ্গলের ছায়া?
Astro Tips: জ্যোতিষে গ্রহদের অবস্থান পরিবর্তন যেমন গোচর নামে খ্যাত, তেমনই এই গোচরের পরিণামে যে ভাগ্যমুহূর্তের সৃষ্টি হয়, তাকে অভিহিত করা হয় যোগ নামে।
আজ ভাগ্যে চক্রে অমঙ্গলের ছায়া?
1/7

আজ এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব। সাধারণত সূর্য, চাঁদ বাদ দিলে আকাশে শুকতারা, সন্ধ্যাতারা, কালপুরুষ, সপ্তর্ষিমন্ডল দেখা যায়। কিন্তু বিজ্ঞানীরা গতকাল শনিবারই জানিয়ে দিয়েছিল আজ আকাশে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনিকে একসঙ্গে প্রায় ৪০ মিনিট দেখা যাবে।
2/7

এর প্রভাব পড়তে পারে ভাগ্যে? ভারতীয় জ্যোতিষে গ্রহদের অবস্থান পরিবর্তন যেমন গোচর নামে খ্যাত, তেমনই এই গোচরের পরিণামে যে ভাগ্যমুহূর্তের সৃষ্টি হয়, তাকে অভিহিত করা হয় যোগ নামে। এই যোগের মধ্যে যাদের মাহাত্ম্য সর্বাধিক, তাদের পরিচিতি রাজযোগ নামে।
Published at : 28 Mar 2023 03:25 PM (IST)
আরও দেখুন






















