এক্সপ্লোর
Hanuman Chalisa: দিওয়ালির আগেই ফিরতে পারে ভাগ্য! হনুমান চালিশা পাঠ করুন এভাবে
ভগবান হনুমানকে সকল প্রকার কষ্ট দূর করার দেবতা মনে করা হয়।
মঙ্গলবার সমগ্র হনুমান চালিসা পাঠ করতে পারেন
1/8

হিন্দু বিশ্বাস অনুসারে, শুধু দেব-দেবীর পূজার মন্ত্রগুলি জপ করলেই দুঃখ থেকে মুক্তি পাওয়ার অনুভূতি পাওয়া যায়। আসলে, এই মন্ত্রগুলি জপ করা হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভগবান হনুমানকে সকল প্রকার কষ্ট দূর করার দেবতা মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে হনুমান এখনও তার শারীরিক রূপে পৃথিবীতে বিচরণ করেন।
2/8

ভক্তরা হনুমানকে খুশি করতে চালিসা পাঠ করেন। একজন ভক্ত যদি সত্যিকারের চিত্তে হনুমানকে স্মরণ করে চালিসা পাঠ করেন, তবে তার সমস্ত কষ্ট দূর হয়ে যায়। আসুন বিস্তারিত জেনে নেই কোন কোন ব্যক্তির চারটি সমস্যা যার সমাধান লুকিয়ে আছে হনুমান চালিসার চৌপাইয়ে।
Published at : 05 Nov 2023 08:50 AM (IST)
আরও দেখুন






















