এক্সপ্লোর
Ganesh Chaturthi 2024: ঘরে রাখুন এই গণেশ মূর্তি, আসবে অর্থের জোয়ার ; মিলবে আশীর্বাদও
Ganesh Chaturthi News 2024: মাটির তৈরি গণেশ মূর্তি পুজো করেন অনেকেই। তবে তা বাদেও আরও অনেক উপাদান দিয়ে তৈরি গণেশ মূর্তি সংসারে সুখ আনতে পারে। হতে পারে অর্থলাভও।

ফাইল ছবি
1/9

সাধারণত মাটির গণেশ মূর্তি সাধারণত পুজো করা হয়। তবে মাটির গণেশ বাদেও অন্য অনেক জিনিস দিয়ে তৈরি গণেশ মূর্তি সংসারের পক্ষে শুভ হতে পারে। অর্থলাভের সম্ভাবনাও বাড়ে।
2/9

মাটির গণেশের মূর্তির বদলে কাঠের মূর্তিও বাড়িতে আনতে পারেন। তবে কাঠের মূর্তি যেন পিপল, আম বা নিম কাঠের হয়।
3/9

বাড়ির মূল দরজার উপরের অংশে কাঠের মূর্তি রাখা শুভ হতে পারে। এতে বাড়িতে নেতিবাচকতা প্রবেশ করতে বাধা দেয়।
4/9

বাড়িতে গোবর দিয়ে তৈরি গণেশের মূর্তি স্থাপন করা যেতে পারে। যা শুভ বলে মনে করা হয়। এতে অর্থ লাভের সম্ভাবনার পথও প্রশস্ত হয়।
5/9

গণেশ চতুর্থীতে কোনও ধাতুর তৈরি মূর্তিও স্থাপন করা যেতে পারে। এক্ষেত্রে সোনা, রুপো বা পিতলের তৈরি গণেশের মূর্তি বেছে নিতে হবে।
6/9

হলুদের তৈরি গণেশ মূর্তি বাড়ির মন্দিরে রাখলে ভাল ফল পেতে পারেন। ভাল করে হলুদ বেটে তার সঙ্গে ময়দা এবং চালের গুঁড়ো মিশিয়ে নিয়ে গণেশের ছাঁচে ফেলে তৈরি করতে পারেন মূর্তি।
7/9

ভগবান গণেশের প্রসঙ্গে হলুদ রং পবিত্রতা, শান্তি, শুভ, সত্যের প্রতীক। পাশাপাশি ইন্দ্রিয় নিয়ন্ত্রণের প্রতীক।
8/9

বাস্তু বিশেষজ্ঞদের মতে, সাদা রঙের গণেশ মূর্তি আপনার বাড়িতে শান্তি, সমৃদ্ধি এবং সুখ আনতে পারে।
9/9

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Published at : 01 Sep 2024 02:51 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
