এক্সপ্লোর
Kaushiki Amavasya 2024: কখন শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যার তিথি, পূর্বপুরুষদের প্রসন্ন করতে করবেন কী
Maa Tara: কৌশিকী অমাবস্যা তিথিতে স্বর্গ ও নরকের দরজা খুলে যায় বলে বিশ্বাস করেন সনাতন ধর্মে বিশ্বাসীরা। এই সময় নেতিবাচক ও ইতিবাচক শক্তি সর্বোত্তম ফল দেয় বলেও বিশ্বাস করেন বামাচারে বিশ্বাসী মানুষরা।
মা তারা
1/11

এই বছর কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে সোমবার ১৬ ভাদ্র অর্থাৎ ২ সেপ্টেম্বর। দেবাদিদেব মহাদেবের প্রিয় দিন ভোর ৫টা ৫ মিনিট ৫১ সেকেন্ডে শুরু হচ্ছে পবিত্র এই তিথি।
2/11

সোমবার সারা দিন ও রাত থাকার পর মঙ্গলবার ভোর ৬টা ২৯ মিনিট ৫৮ সেকেন্ড পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকছে।
3/11

এই তিথিতে ঋষি বশিষ্ঠ বামদেব রূপে জন্মগ্রহণ করে তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধিলাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয়।
4/11

ধর্মীয় বিশ্বাস, কৌশিকী অমাবস্যার তিথিতে তারাপীঠ মহাশ্মশানে থাকা শ্বেত শিমূল গাছের তলায় বসে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। মা তারা স্বয়ং মহাশ্মশানে এসে তাঁকে দর্শন দিয়েছিলেন। তাই সবাই এই দিন তারাপীঠ মহাশ্মশানে উপস্থিত থাকতে চান।
5/11

আদ্যাশক্তি মহামায়ার দশম মহাবিদ্যার অন্যতম রূপ হলেন মা তারা। সনাতন ধর্মে বিশ্বাস করা হয়, এই তিথিতে মা কৌশিকী রূপে শুম্ভ ও নিশুম্ভ নামে দুজন দুরাচারী অসুরকে বধ করেছিলেন মা তারা।
6/11

কৌশিকী অমাবস্যার পবিত্র তিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয় তারাপীঠে। পুণ্যলাভের আসায় তিথি শুরু থেকে শেষ পর্যন্ত সংযম পালন করার পাশাপাশি উপোসও করেন প্রচুর মানুষ।
7/11

মা তারার আরাধনার পাশাপাশি এই দিন পূর্বপুরুষদের প্রসন্ন করার জন্য নানা বিধান দিয়েছেন জ্যোতিষীরা। ভোরবেলা গঙ্গা বা পবিত্র কোনও জলাশয়ে স্নান করে তর্পণ করার পাশাপাশি দরিদ্রদের দান করারও পরামর্শ দেওয়া হয়। এতে অত্যন্ত খুশি হন পূর্বপুরুষরা। পিতৃ দোষও দূর হল বলে বিশ্বাস।
8/11

অমাবস্যার সন্ধ্যায় বাড়ির প্রধান দরজার বাইরে তিলের তেলের দুটি প্রদীপ জ্বালানোর পাশাপাশি অশ্বথ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালাতেও বলা হয়।
9/11

এই সময় ভগবান বিষ্ণু ও পূর্বপুরষদের উদ্দেশ্যে প্রার্থনা করার পাশাপাশি জোড়হাতে সাতবার অশ্বথ গাছকে প্রদক্ষিণ করলে আশীর্বাদ করেন পূর্বপুরুষরা।
10/11

কৌশিকী অমাবস্যার তিথিতে তাই তারাপীঠ মহাশ্মশানের হোময়জ্ঞ করতে দেশ বিদেশ থেকে আসেন প্রচুর সাধু-সন্ন্যাসী। বিশেষ দিনটিতে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান তারাপীঠে। (ছবি সৌজন্য- পিটিআই)
11/11

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। (ছবি সৌজন্য- পিক্সাবে)
Published at : 30 Aug 2024 12:13 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
জ্যোতিষ
জ্যোতিষ
খবর
ব্যবসা-বাণিজ্যের






















