এক্সপ্লোর
Shani Dev : কোন কোন দেবতার পুজো করতে স্পর্শ করে না শনির রোষ ?
জ্যোতিষশাস্ত্রে, শনিকে বলা হয় ন্যায়ের দেবতা। তিনি লোককে কর্ম অনুসারে ফল দেন।
![জ্যোতিষশাস্ত্রে, শনিকে বলা হয় ন্যায়ের দেবতা। তিনি লোককে কর্ম অনুসারে ফল দেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/22/51c2233cc7b4e6cac812bdd127652119170589043314953_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Shani Dev : কোন কোন দেবতার পুজো করতে স্পর্শ করে না শনির রোষ ?
1/8
![শনিবার শনিদেবের পুজো করলে অবশ্যই ফল পাওয়া যায় বলে মনে করা হয়। তবে কেউ যদি শনিদেবের সঙ্গে এই তিন দেবতার পুজো করেন তাহলে শনিদেব খুব দ্রুত প্রসন্ন হন এবং তাঁর উপর সহজে চটেন না। জেনে নেওয়া যাক, কোন কোন দেবতার পুজো সন্তুষ্ট শনিদেবও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/22/a452344da0716b94a3a961d229108bb96f40b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শনিবার শনিদেবের পুজো করলে অবশ্যই ফল পাওয়া যায় বলে মনে করা হয়। তবে কেউ যদি শনিদেবের সঙ্গে এই তিন দেবতার পুজো করেন তাহলে শনিদেব খুব দ্রুত প্রসন্ন হন এবং তাঁর উপর সহজে চটেন না। জেনে নেওয়া যাক, কোন কোন দেবতার পুজো সন্তুষ্ট শনিদেবও।
2/8
![জ্যোতিষশাস্ত্রে, শনিকে বলা হয় ন্যায়ের দেবতা। তিনি লোককে কর্ম অনুসারে ফল দেন। তাই তাঁকে বলা হয় বিচারক গ্রহ। শনি দেবতা কর্ম ঘরের অধিপতি, তাই এঁর শুভ প্রভাবে কেউ কেউ ব্যক্তি জীবনে খুব ইতিবাচক ফল পান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/22/9c0f64c97ae3aef5d8301a4273d1b63d0c65f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জ্যোতিষশাস্ত্রে, শনিকে বলা হয় ন্যায়ের দেবতা। তিনি লোককে কর্ম অনুসারে ফল দেন। তাই তাঁকে বলা হয় বিচারক গ্রহ। শনি দেবতা কর্ম ঘরের অধিপতি, তাই এঁর শুভ প্রভাবে কেউ কেউ ব্যক্তি জীবনে খুব ইতিবাচক ফল পান।
3/8
![শনির রোষে জীবন তোলপাড়ও হয়ে যেতে পারে। তাই শনিদেবকে তুষ্ট রাখা গুরুত্বপূর্ণ বলেও মনে করা হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/22/18fb88c819dc914f3c22c8a0b4177f4420190.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শনির রোষে জীবন তোলপাড়ও হয়ে যেতে পারে। তাই শনিদেবকে তুষ্ট রাখা গুরুত্বপূর্ণ বলেও মনে করা হয়।
4/8
![শনিদেব নিজে শ্রীকৃষ্ণের ভক্ত বলে বিশ্বাস। তাই মনে করা হয়, শনিদেব ভগবান কৃষ্ণকে খুশি করার জন্য মথুরার কোসিকালানে কোকিলাবনে কঠোর তপস্যা করেছিলেন। যেখানে তাঁর তপস্যায় খুশি হয়ে শ্রীকৃষ্ণ কোকিল রূপে তাঁর কাছে আবির্ভূত হন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/22/83c18578228bf60476868c2756f49be5959c0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শনিদেব নিজে শ্রীকৃষ্ণের ভক্ত বলে বিশ্বাস। তাই মনে করা হয়, শনিদেব ভগবান কৃষ্ণকে খুশি করার জন্য মথুরার কোসিকালানে কোকিলাবনে কঠোর তপস্যা করেছিলেন। যেখানে তাঁর তপস্যায় খুশি হয়ে শ্রীকৃষ্ণ কোকিল রূপে তাঁর কাছে আবির্ভূত হন।
5/8
![শনিদেবও শিবের ভক্ত। তিনি শিবের বর লাভের জন্যও কঠোর তপস্যা করেছিলেন। শনিদেবের বাবা সূর্যদেব তাঁর মা ছায়াকে অপমান করেছিলেন। যাঁর ফলে শনিদেব ক্ষোভে, দুঃখে কঠোর তপস্যা শুরু করেছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/22/fd0fe2f8a8d3281393f3662e8c764a4c9eda6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শনিদেবও শিবের ভক্ত। তিনি শিবের বর লাভের জন্যও কঠোর তপস্যা করেছিলেন। শনিদেবের বাবা সূর্যদেব তাঁর মা ছায়াকে অপমান করেছিলেন। যাঁর ফলে শনিদেব ক্ষোভে, দুঃখে কঠোর তপস্যা শুরু করেছিলেন।
6/8
![ভগবান শিব প্রসন্ন হয়ে শনিদেবকে সমস্ত গ্রহের বিচারক করে দেন। সেই সঙ্গে এমন বর দিয়েছিলেন যে দেবতারাও শনির বিচারের হাত থেকে রক্ষা পাবে না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/22/f7b6f3004ceb06836df62873c636aa4bd1b59.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভগবান শিব প্রসন্ন হয়ে শনিদেবকে সমস্ত গ্রহের বিচারক করে দেন। সেই সঙ্গে এমন বর দিয়েছিলেন যে দেবতারাও শনির বিচারের হাত থেকে রক্ষা পাবে না।
7/8
![হনুমানজির ভক্তদের উপরও শনিদেবের আশীর্বাদ সবসময় থাকে। কথিত আছে, একসময় শনিদেব একবার নিজের ক্ষমতা নিয়ে অহংকারী হয়ে পড়েছিলেন। সেই সময় হনুমানজীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/22/6f32b3bc478910d2ce5df520644965262d591.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
হনুমানজির ভক্তদের উপরও শনিদেবের আশীর্বাদ সবসময় থাকে। কথিত আছে, একসময় শনিদেব একবার নিজের ক্ষমতা নিয়ে অহংকারী হয়ে পড়েছিলেন। সেই সময় হনুমানজীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়।
8/8
![মনে করা হয়, তাই শনিদেবের আরাধনার পাশাপাশি কেউ যদি এই দেবতাদের পুজো করেন, তাহলে শনিদেব অবশ্যই তাঁকে শুভ ফল দেন এবং সমস্ত ঝামেলা থেকে রক্ষা করেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/22/9cc65b3c1640b41e43ded5cbe6203d15e5fc5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মনে করা হয়, তাই শনিদেবের আরাধনার পাশাপাশি কেউ যদি এই দেবতাদের পুজো করেন, তাহলে শনিদেব অবশ্যই তাঁকে শুভ ফল দেন এবং সমস্ত ঝামেলা থেকে রক্ষা করেন।
Published at : 22 Jan 2024 07:57 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)