এক্সপ্লোর
Shani Dev : কোন কোন দেবতার পুজো করতে স্পর্শ করে না শনির রোষ ?
জ্যোতিষশাস্ত্রে, শনিকে বলা হয় ন্যায়ের দেবতা। তিনি লোককে কর্ম অনুসারে ফল দেন।
Shani Dev : কোন কোন দেবতার পুজো করতে স্পর্শ করে না শনির রোষ ?
1/8

শনিবার শনিদেবের পুজো করলে অবশ্যই ফল পাওয়া যায় বলে মনে করা হয়। তবে কেউ যদি শনিদেবের সঙ্গে এই তিন দেবতার পুজো করেন তাহলে শনিদেব খুব দ্রুত প্রসন্ন হন এবং তাঁর উপর সহজে চটেন না। জেনে নেওয়া যাক, কোন কোন দেবতার পুজো সন্তুষ্ট শনিদেবও।
2/8

জ্যোতিষশাস্ত্রে, শনিকে বলা হয় ন্যায়ের দেবতা। তিনি লোককে কর্ম অনুসারে ফল দেন। তাই তাঁকে বলা হয় বিচারক গ্রহ। শনি দেবতা কর্ম ঘরের অধিপতি, তাই এঁর শুভ প্রভাবে কেউ কেউ ব্যক্তি জীবনে খুব ইতিবাচক ফল পান।
Published at : 22 Jan 2024 07:57 AM (IST)
আরও দেখুন






















