এক্সপ্লোর
Book of the Dead: কফিনে পড়ে ২ হাজার বছর, মিশরে উদ্ধার ‘প্যাপিরাস’ বই, রয়েছে পরকালের ‘টোটকা’
Papyrus Book Egypt: পিরামিডের দেশে অনবদ্য অবিষ্কার। প্রাচীন রীতিনীতির সঙ্গে পরিচয়। ২ হাজার বছর পুরনো বই উদ্ধার। ছবি: মিশরের পর্যটন ও পুরাতত্ত্ব মন্ত্রক।
ছবি: মিশরের পর্যটন ও পুরাতত্ত্ব মন্ত্রক।
1/11

দুধসাদা, টানটান পাতার উদ্ভব হয়নি তখনও। তাই বলে আটকায়নি লেখা, পড়া, সাহিত্যচর্চা। বরং জলাভূমিতে জন্মানো প্যাপিরাস অর্থাৎ নলখাগড়াই হয়ে ওঠে মেধাচর্চার মাধ্যম। বিস্তর কাঠখড় পুড়িয়ে নলখাগড়াকে লেখার যোগ্য করে তোলা হতো। আজও সেই পরিশ্রম ইতিহাসকে তথ্যের জোগান দিয়ে চলেছে।
2/11

নলখাগড়ার উপর লিপিবদ্ধ এমনই প্রাচীন বইয়ের খোঁজ মিলল মিশরে। তবে কোনও গ্রন্থাগার বা বাড়িতে নয়, প্রায় ২ হাজার বছর পুরনো কফিনের মধ্যে থেকে। গত ১৪ জানুয়ারি সেটির প্রাপ্তির কথা প্রকাশ করা হয়েছে, ওই দিনটি মিশরে প্রত্নতত্ত্ব দিবস হিসেবে পালিত হয়। সম্প্রতি ওই বইটির একাধিক ছবি প্রকাশ করেছে মিশরের পর্যটন এবং পুরাতত্ত্ব মন্ত্রক।
Published at : 25 Feb 2023 08:27 AM (IST)
আরও দেখুন





















