এক্সপ্লোর
Space Science: খালিচোখে দেখা যায় শুধু চাঁদকেই, আসলে পৃথিবীর কি একটিই উপগ্রহ!
Moon: চাঁদই পৃথিবীর একমাত্র উপগ্রহ বলে ছোট থেকে শুনে এসেছি আমরা। কিন্তু একা চাঁদই কি প্রদক্ষিণ করে পৃথিবীকে! উত্তর জটিল।
ছবি: পিক্সাবে।
1/13

কারও একাধিক, কারও এক, কারও আবার শূন্য। উপগ্রহের সংখ্যার নিরিখেই সৌরজগতের গ্রহগুলির পৃথক ক্রমাঙ্ক তৈরি করা সম্ভব। তবে এর মধ্যে চাঁদই সবচেয়ে জনপ্রিয়। সেখানে প্রাণধারণের সম্ভাবনাও গবেষণার পর্যায়ে রয়েছে।
2/13

চাঁদের থেকে অনুপ্রাণিত হয়েই একের পর এক কৃত্রিম উপগ্রহ তৈরি হয়েছে পৃথিবীর বুকে। মহাশূন্যে চক্কর কেটে গবেষণার কাজে লিপ্ত সেগুলি। একেবারে ছোট্টবেলার বিজ্ঞানের বই থেকে আজ পর্যন্ত পৃথিবীর একটিই উপগ্রহ বলে জেনে এসেছি আমরা, অনবরত যা পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে।
Published at : 21 Mar 2023 08:23 AM (IST)
আরও দেখুন






















