এক্সপ্লোর
Science News: হাতে গুনে শেষ করা অসম্ভব, মহাশূন্যে আবিষ্কৃত গ্রহের সঠিক সংখ্যা জানেন!
Space News: ঠিক কত সংখ্যক গ্রহ রয়েছে মহাশূন্যে, গুনে শেষ করা কি সম্ভব আদৌ! কী বলছেন বিজ্ঞানীরা!
ছবি: ফ্রিপিক।
1/10

মহাশূন্যের আদি-অন্ত কোথায়, আদৌ তার হদিশ মিলবে কিনা, এই প্রশ্নের সদুত্তর নেই বিজ্ঞানীদের কাছেও। কোটি কোটি নক্ষত্র রয়েছে মহাশূন্যের আলো-আঁধারি জগতে। ছায়াপথের সংখ্যা তার চেয়েও বেশি বলে মত বিজ্ঞানীদের।
2/10

কিন্তু মহাশূন্যে গ্রহের সংখ্যা ঠিক ক’টি? এই প্রশ্নের উত্তর পাওয়া মোটেই সহজ নয়। কারণ আমাদের সৌরজগতে আটটি গ্রহের সন্ধান মিললেও, তার বাইরেও অজস্র গ্রহ রয়েছে, যারা অন্য নক্ষত্রদের প্রদক্ষিণ করে চলেছে লাগাতার।
Published at : 09 Sep 2023 11:43 AM (IST)
আরও দেখুন


















