এক্সপ্লোর
Door to Hell: দূর অন্তরীক্ষে 'নরকের দরজা'র হদিশ পেল নাসা ! সূর্যের থেকে ২৬০ কোটি গুণ বড়; বিস্মিত বিজ্ঞানীরাও
Black Hole: এই ব্ল্যাকহোল নাকি সূর্যের থেকেও আকারে ২.৬ বিলিয়ন গুন বড়। আর সুদূর অন্তরীক্ষে খুঁজে পাওয়া এই ব্ল্যাকহোলকেই বিজ্ঞানীরা নাম দিয়েছেন 'নরকের দরজা'।

পৃথিবী থেকে ৫২ মিলিয়ন আলোকবর্ষ দূরে আছে এই ব্ল্যাকহোল
1/8

এম৮৭ ছায়াপথের একেবারে কেন্দ্রে এক বিরাটাকায় ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরের সন্ধান পেয়েছেন সম্প্রতি নাসার বিজ্ঞানীরা।
2/8

এই ব্ল্যাকহোল নাকি সূর্যের থেকেও আকারে ২.৬ বিলিয়ন গুন বড়। আর সুদূর অন্তরীক্ষে খুঁজে পাওয়া এই ব্ল্যাকহোলকেই বিজ্ঞানীরা নাম দিয়েছেন 'নরকের দরজা'।
3/8

নাসার হাবল স্পেস টেলিস্কোপে ধরা পড়েছে এই ব্ল্যাকহোলের ছবি। বোঝা যাচ্ছে এম৮৭ ছায়াপথের একেবারে কেন্দ্রে প্রচণ্ড শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে।
4/8

এই ছায়াপথে রয়েছে ১০০ বিলিয়ন নক্ষত্র যা পৃথিবী থেকে ৫২ মিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে। এই ব্ল্যাকহোল সময় ও শূন্যতাকে গিলে খায়।
5/8

এই বিশাল ব্ল্যাকহোলের অস্তিত্ব প্রথম হদিশ পান মহাকাশবিজ্ঞানী পিটার ইয়ুং ১৯৭৮ সালে। তাঁর ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির টিম জানায় যে এই এম৮৭ ছায়াপথটি বাহ্যিক মাধ্যাকর্ষণের টানে চলছে।
6/8

এই ছায়াপথের ভিতরে প্লাজমার নাটকীয় জেট প্রবাহ চলে। কয়েক দশক আগে এই লক্ষণ চেনা গিয়েছিল।
7/8

এর অতিমাত্রার শক্তি প্রবাহের কারণে এই ব্ল্যাকহোলে কিছু প্রবেশ করলে তাকে কয়েক হাজার আলোকবর্ষ এগিয়ে দেবে স্পেসের মধ্যে।
8/8

এই ছায়াপথের কেন্দ্রে রয়েছে প্রবল এক্স রশ্মি, তেজস্ক্রিয় বিকিরণের উৎস। একে অনেক বিজ্ঞানীরা কসমিক পাওয়ার হাউজ বলেছেন।
Published at : 02 Apr 2025 03:15 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
আইপিএল
ক্রিকেট
জেলার
Advertisement
ট্রেন্ডিং
