এক্সপ্লোর
ISRO Solar Mission: ভারতের প্রথম সৌর অভিযান! স্বপ্ন দেখাচ্ছে ISRO!
Aditya L-1 Mission: ঠিক কবে লঞ্চ করা হবে, তা এখনও ঘোষণা করেনি ISRO
নিজস্ব চিত্র
1/8

চাঁদ প্রায় হাতের মুঠোয়। এবার লক্ষ্য সূর্য। তার জন্য় কোমর বেঁধে নেমে পড়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO. কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে।
2/8

পৃথিবীতে প্রাণের সঞ্চার এবং তার অগ্রগতির মূল কারণ সূর্য (Sun)। সৌরজগতের (Solar System) মধ্যমণিও বটে। আর এই সূর্য ঘিরেই রয়েছে নানা কৌতূহল। ফলে সূর্যের বিষয়ে আরও নানা তথ্য সংগ্রহের চেষ্টা দীর্ঘদিন ধরেই করে চলেছেন বিজ্ঞানীরা। সেই দৌড়ে ভারতের মহাকাশবিজ্ঞানীরাও।
Published at : 14 Aug 2023 04:17 PM (IST)
আরও দেখুন






















