এক্সপ্লোর
Solar Storm: প্রায় ২৪ ঘণ্টা রক্ষাকবচহীন পৃথিবী, তাতেই প্রবল বেগে আছড়ে পড়ল সৌরঝড়
Science News: অতর্কিতে পৃথিবীর বুকে আছড়ে পড়ল প্রবল শক্তিশালী সৌরঝড়। হতচকিত বিজ্ঞানীরাও।
ছবি: পিক্সাবে।
1/10

পৃথিবীর বুকে আছড়ে পড়ল প্রবল শক্তিশালী সৌরঝড়। ২৪ মার্চ পৃথিবীর বুকে আছড়ে পড়েছে সেটি। অথচ ঘুণাক্ষরেও তা টের পাননি আবহবিদদরা।
2/10

ভূ-চৌম্বকীয় ওই সৌরঝড়কে প্রবল শক্তিশালী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন সেটিকে সর্বোচ্চ মাপকাঠির নিরিখে পঞ্চম স্তরে মধ্যে চতুর্থ স্তরে রেখেছে, বিগত ছ’বছরে যা তীব্রতম।
Published at : 25 Mar 2023 04:21 PM (IST)
আরও দেখুন






















