এক্সপ্লোর
Science News: ভরপেট খেয়েও ঘাস চিবোয় কুকুর ও বিড়াল, কেন জানেন?
Animal Science: নিজেদের পোষ্য হোক বা চারপাশে, কুকুর ও বিড়ালকে ঘাস খেতে দেখেছেন নিশ্চয়ই! ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

বাড়িতে পোষ্য না থাকলেও, চারপাশে কুকুর ও বিড়ালকে নিশ্চয়ই ঘাস খেতে দেখেছেন? কিন্তু ঘাস খাওয়ার কথাই নয় কুকুর ও বিড়ালের। তার পরও কেন ঘাস খায় তারা?
2/10

এর নেপথ্যে একাধিক তত্ত্ব রয়েছে। পশু চিকিৎসক জেমি লভজয় জানিয়েছেন, কুকুর এবং বিড়ালের পেটে ঘাস হজম হওয়ারই কথা নয়। তার পরও তাদের ঘাস খেতে দেখি আমরা। এর সঙ্গে বিপাকক্রিয়ার যোগ থাকতে পারে।
Published at : 10 Aug 2025 02:13 PM (IST)
আরও দেখুন






















