২ কোটি টাকা বেস প্রাইস রেখেছেন ডেভিড ওয়ার্নার। টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সফল একজন ব্য়াটার। তিনবার অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন, একবার আইপিএলে ট্রফি জয়। ঝুলিতে ৫,৪৪৯ রান।
2/8
২৩ বছরের তরুণ উইকেট কিপার ব্য়াটার। এখনও পর্যন্ত ১৪৫২ রান করেছেন টুর্নামেন্টে। রাঁচির এই তরুণের বেস প্রাইসও ২ কোটি টাকা।
3/8
২০১৯ মরসুমে পঞ্জাব শিবিরে যোগ দিয়েছিলেন পুরান। এরপর থেকে ৩৩ ম্যাচে ৬০৬ রান করেছেন। এখনও পর্যন্ত আইপিএলে খুব বেশি সাফল্য না পেলেও লোয়ার অর্ডারে পুরানের ঝোড়ো ব্য়াটিং যে কোনও দলের কাছে প্লাস পয়েন্ট। পুরান নিজের বেস প্রাইস রেখেছেন ১ কোটি ৫০ লক্ষ টাকা।
4/8
২০১৭ সালে দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে ৫ কোটি টাকা দিয়ে এসেছিলেন রাবাদা। এরপরের মরসুমে ৪ কোটি ২০ লক্ষ টাকায় ফের দিল্লি তাঁকে নেয়। এখনও পর্যন্ত আইপিএলে ৫০ ম্যাচে ৭৬ উইকেট পেয়েছেন প্রােটিয়া পেসার। এবার বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছেন রাবাদা।
5/8
৮৭ ম্যাচে আইপিএলে ঝুলিতে ২,৩৭৫ রান করেছেন। ২০১৮ সালে আইপিএলে দিল্লির অধিনায়ক হিসেবে খেলেছিলেন শ্রেয়স। ২০১৯ সালে প্রথমবার প্লে অফে উঠেছিল দিল্লি। এবারের নিলামে বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছেন শ্রেয়স।
6/8
বিরাট কোহলির পর আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক শিখর ধবন। তাঁর ঝুলিতে রয়েছে ৫৭৮৪ রান। সর্বােচ্চ অপরাজিত ১০৬। নিজের বেস প্রাইস এবার রেখেছেন ধবন ২ কোটি টাকা।
7/8
২৯ বছরের তারকা ক্রিকেটার ডি কক তাঁর বেস প্রাইস রেখেছেন ২ কোটি টাকা। এখনও পর্যন্ত আইপিএলে মোট ২২৫৬ রান করেছেন ১৩০ এর ওপর স্ট্রাইক রেটে। ২০১৮ সালে ২ কোটি ৮০ লক্ষ টাকায় আরসিবিতে এসেছিলেন ডি কক। এরপর ২০১৯ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন।
8/8
অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক প্য়াট কামিন্সও এবারের আইপিএলে বড় দাম পেতে পারেন। অজি তারকার বেস প্রাইস ২ কোটি টাকা। তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন শেষবার। লোয়ার অর্ডারে ব্যাট হাতেও বড় শট খেলতে পারেন ডানহাতি ফাস্ট বোলার। আইপিএলে এখনও পর্যন্ত ৩১৬ রান করেছেন। এছাড়া ঝুলিতে পুরেছেন ৩৮ উইকেট।