এক্সপ্লোর
iPhone: নেটওয়ার্ক না থাকলেও কথা বলা যাবে আইফোন থেকে, পাঠানো যাবে এসএমএস!
iPhone 14 Series: আইফোন ১৪ সিরিজে নাকি থাকতে চলেছে একটি বিশেষ ফিচার। ইউজাররা কী কী সুবিধা পাবেন তার সাহায্যে জেনে নিন।
প্রতীকী ছবি
1/10

শোনা যাচ্ছে, আইফোন ১৪ সিরিজের ফোনে ৪জি ও ৫জি সেলুলার কানেকশন না থাকলেও নাকি ফোন করা এবং মেসেজ পাঠানোর সুবিধা পাওয়া যাবে।
2/10

অ্যাপেল সংস্থা সম্ভবত তাদের নিজস্ব স্যাটেলাইট কানেক্টিভিটির কথা ঘোষণা করবে যা আইফোনে যুক্ত থাকবে। Globalstar- এর সঙ্গে যুক্ত হয়ে এই স্যাটেলাইট কানেক্টিভিটি তৈরি করতে পারে অ্যাপেল।
Published at : 28 Aug 2022 08:26 PM (IST)
আরও দেখুন





















