এক্সপ্লোর
iPhone: নেটওয়ার্ক না থাকলেও কথা বলা যাবে আইফোন থেকে, পাঠানো যাবে এসএমএস!
iPhone 14 Series: আইফোন ১৪ সিরিজে নাকি থাকতে চলেছে একটি বিশেষ ফিচার। ইউজাররা কী কী সুবিধা পাবেন তার সাহায্যে জেনে নিন।

প্রতীকী ছবি
1/10

শোনা যাচ্ছে, আইফোন ১৪ সিরিজের ফোনে ৪জি ও ৫জি সেলুলার কানেকশন না থাকলেও নাকি ফোন করা এবং মেসেজ পাঠানোর সুবিধা পাওয়া যাবে।
2/10

অ্যাপেল সংস্থা সম্ভবত তাদের নিজস্ব স্যাটেলাইট কানেক্টিভিটির কথা ঘোষণা করবে যা আইফোনে যুক্ত থাকবে। Globalstar- এর সঙ্গে যুক্ত হয়ে এই স্যাটেলাইট কানেক্টিভিটি তৈরি করতে পারে অ্যাপেল।
3/10

জানা গিয়েছে, Globalstar সংস্থার মালিকানায় রয়েছে অসংখ্য LEO স্যাটেলাইট। আর অ্যাপেল সংস্থা তাদের আগামী ফোনে এই ধরনের স্যাটেলাইটই রাখার প্রচেষ্টায় রয়েছে বলে শোনা যাচ্ছে।
4/10

আইফোন ১৪ সিরিজে লঞ্চ হতে পারে চারটি ফোন। সেই তালিকায় রয়েছে আইফোন ১৪, আইফোন ১৪ মিনি, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স।
5/10

আগে শোনা গিয়েছিল যে এই সিরিজে অ্যাপেল সংস্থা হয়তো আইফোন মিনি মডেল বাদ দিতে চলেছেন। তবে এবার শোনা গিয়েছে যে আইফোন ১৪ সিরিজেও আগের আইফোন সিরিজগুলির মতো মিনি মডেল লঞ্চ হবে।
6/10

আগামী ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে অ্যাপেলের লঞ্চ ইভেন্ট। আর সেখানেই আইফোন ১৪ সিরিজ লঞ্চ করবে অ্যাপেল সংস্থা।
7/10

আইফোন ১৪ সিরিজের ফোনগুলির দাম সম্পর্কে কিছু জানা যায়নি। তবে আইফোন ১৩ সিরিজের থেকে দাম বেশি হবে বলে অনুমান। এর পাশাপাশি শোনা গিয়েছে যে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে কেনা যাবে আইফোন ১৪ সিরিজের ফোনগুলি।
8/10

আইফোন ১৪ সিরিজের প্রো মডেলগুলিতে থাকতে পারে অ্যাপেলের নিজস্ব A16 Bionic চিপ। এছাড়াও অ্যাপেলের আইফোন ১৪ সিরিজে iOS 16 অপারেটিং সিস্টেমের সাপোর্ট থাকতে পারে।
9/10

আইফোন ১৪ সিরিজের সঙ্গে অ্যাপেল ওয়াচ সিরিজ ৮ লঞ্চের সম্ভাবনা রয়েছে। একাধিক হেলথ ফিচার থাকতে পারে এই নতুন অ্যাপেল ওয়াচে।
10/10

এছাড়াও ওই লঞ্চ ইভেন্টে আইফোন ১৪ সিরিজের সঙ্গে লঞ্চ হতে পারে এয়ারপডস প্রো ২।
Published at : 28 Aug 2022 08:26 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
