এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Shiv Puja : মহাদেবকে তুষ্ট করতে চান ? তবে ২৯ মে তৈরি হচ্ছে এই দারুণ মুহূর্ত, বয়ে আনবে সমৃদ্ধি
মহাদেবের আশীর্বাদ পেতে জ্যৈষ্ঠ শুক্লা নবমী তিথিটি খুব গুরুত্বপূর্ণ। এই বছর মহেশ নবমী পড়েছে ২৯ মে ।
ভগবান শিব অতি অল্পে সন্তুষ্ট হন। মহাদেবের আশীর্বাদ পেতে জ্যৈষ্ঠ শুক্লা নবমী তিথিটি খুব গুরুত্বপূর্ণ। এই বছর মহেশ নবমী পড়েছে ২৯ মে । এই দিনে কিছু নিয়ম মেনে চললে ভোলানাথ তাড়াতাড়ি সন্তুষ্ট হন।
- মনে রাখবেন, এই মহেশ নবমীর দিন শিবলিঙ্গটিকে পূর্ব দিকে মুখ করে বেলপত্র নিবেদন করুন।
- জপ করুন ওম মহেশ্বরায় নমঃ মন্ত্র । ১০৮ বার এই মন্ত্র জপ করুন। প্রতিটি মন্ত্রের শেষে শিবলিঙ্গে জল নিবেদন করুন।
- এমনটা বিশ্বাস করা হয় যে ভগবান শিব এতে খুব খুশি হন এবং তিনি ভক্তের প্রতিটি ইচ্ছা পূরণ হয়। আপনি যদি কোনও কঠিন রোগে ভুগে থাকেন তাহলে মহেশ নবমীর দিন আপনার বাড়ির ঠাকুরঘরে রুদ্র যন্ত্র স্থাপন করুন এবং পুজো করার পর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন।
- কথিত আছে, এই দিনটি মানলে রোগবালাই ঘরের আশেপাশেও আসে না। মহেশ নবমীতে, অবশ্যই ভগবান শিবকে একটি ধুতুরা ফুল নিবেদন করুন এবং শিবমন্ত্র জপ করুন।
- কথিত আছে যে এই প্রতিকারের মাধ্যমে যাদের কুণ্ডলীতে শনির মহাদশা আছে তারা শনিদেবের রোষ থেকে মুক্তি পাবেন।
- হরসিঙ্গার ফুল শিবের খুব প্রিয়, এমনটা বিশ্বাস করা হয় যে মহেশ নবমীতে মহাদেবকে হরসিঙ্গারের ফুলে শোভা দিলে ধন-সম্পদ বৃদ্ধি পায়।
- কঠোর পরিশ্রম করেও সাফল্য পাওয়া যাচ্ছে না? কাজে নানা বাধা বিপত্ত? তাহলে মহেশ নবমীর দিন এই ১০টি জিনিস দান করুন । যেমন জল, খাদ্য, ফল, বস্ত্র, ঘি, নুন, তেল, চিনি এবং সম্ভব হলে সোনা । বলা হয় যে এই রীতি মানলে সৌভাগ্য, সম্পদ এবং সমৃদ্ধি নিয়ে আসে।
শিবপুজোর সময়ে মনে রাখুন -- বেল পাতা ভগবান শিবের খুব প্রিয়। শিবলিঙ্গে অর্পণ করার আগে মনে রাখবেন বেলপত্রের তিনটি পাতাই যেন সম্পূর্ণ হয় এবং ভেঙে না যায়।
- এর মসৃণ অংশ যেন শিবলিঙ্গ স্পর্শ করে। নীল কমলকেও ভগবান শিবের প্রিয় ফুল বলে মনে করা হয়। অন্যান্য ফুলের মধ্যে ধুতুরা, অপরাজিতা, জুঁই, নাগ কেশর, আকন্দ ইত্যাদি ফুল নিবেদন করা যেতে পারে।
- ফুল টাটকা হওয়া উচিত এবং বাসি নয়। যে ফুলগুলি নিষিদ্ধ তা হল- কদম্ব, কেভদা, কেতকী।
- এই দিনে কালো কাপড় পরবেন না।
- শুধু পুজোয় অক্ষত ফল নিবেদন করুন।
- ভগবান শিবের পুজোয় ভুল করেও ভাঙা চাল দেওয়া উচিত নয়।
- শিবের পুজো করার সময় শঙ্খ থেকে জল দেওয়া উচিত নয়।
- শিবের উপাসনায় তুলসীর ব্যবহার নিষিদ্ধ।
- শিবের পুজোয় তিল দেওয়া হয় না।
- ভগবান শিবের প্রতিমায় নারকেল নিবেদন করা যেতে পারে, কিন্তু নারকেল জল নয়।
- হলুদ এবং কুমকুম ভগবান শিবের পুজোয় ব্যবহার করা উচিত নয়।
- ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
পুজো পরব (Religion) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
বিজ্ঞান
Advertisement