Asia Cup: ক্যামেরাবন্দি হয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আফগান তরুণী, কী তাঁর আসল পরিচয়?
Viral Afghanistan Fan: ২৮ বছরের আফগান সুন্দরী আদপে আফগানিস্তানের কাবুলের বাসিন্দা। তাঁকে এ বারের এশিয়া কাপে আফগানিস্তানের প্রতিটি ম্যাচেই গ্যালারিতে দেখা গিয়েছে।
দুবাই: ক্রিকেট মাঠে খেলা দেখতে গিয়ে আকস্মিক ক্যামেরায় ধরা পড়লে দর্শকদের উৎসাহ বরাবরই চোখের মতো হয়। তবে বেশ কিছু সমর্থক খেলা দেখতে গিয়ে ক্যামেরাবন্দি হয়ে রীতিমতো বিখ্যাতও হয়ে গিয়েছেন। এমনই এক কাণ্ড ঘটেছে সদ্য সমাপ্ত হওয়া এশিয়া কাপেও (Asia Cup)। গ্যালারিতে উপস্থিত এক আফগান সমর্থক রাতারাতি সোশ্যাল মিডিয়ায় বিশাল জনপ্রিয় হয়ে উঠেছেন। কে সেই মহিলা, কী তাঁর নাম, পরিচয়?
তোলপাড় সোশ্যাল মিডিয়া
সেই রহস্যময়ী মহিলার নাম হল ওয়াজমা আয়োবি (Wazhma Ayoubi)। আফগানিস্তানের পতাকা হাতে গ্যালারিতে উপস্থিত এই মহিলার রূপেই তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। ২৮ বছরের আফগান সুন্দরী ওয়াজমা আদপে আফগানিস্তানের কাবুলের বাসিন্দা। তবে নিজের কেরিয়ারের স্বার্থে বর্তমানে তিনি আমিরশাহিতেই থাকেন। পেশায় একজন ব্যবসায়ী ওয়াজমার 'লমন ক্লোদিং' নামের নিজের একটি পোশাক কোম্পানিও রয়েছে। আদ্যপ্রান্ত ক্রিকেটভক্ত ওয়াজমা কিন্তু এ বারের এশিয়া কাপে আফগানিস্তানের প্রতিটি ম্যাচেই গ্যালারিতে উপস্থিত ছিলেন। শরীর খারাপ নিয়েও তিনি ভারত-আফগানিস্তানের ম্য়াচে উপস্থিত ছিলেন।
One last tribute with our beautiful flag to our #bluetigers and #AsiaCup2022, though I was unwell, but I didn’t miss watching the last match of my two favorite teams. #AFGvsInd 🇦🇫♥️🇮🇳#AFGvsPAK #AFGvsBAN #AFGvsSri pic.twitter.com/5klQdq8gsq
— Wazhma Ayoubi (@WazhmaAyoubi) September 9, 2022
বিরাট অনুরাগী
আফগানিস্তান দলে তাঁর প্রিয় ক্রিকেটার রশিদ খান। তবে ভারতের বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্যদেরও পছন্দ করেন ওয়াজমা। এমনকী তিনি বলিউডেরও ভক্ত। ভারতীয় ফিল্মি দুনিয়ায় কাজ করার বাসনাও রয়েছে তাঁর মধ্যে। এই ওয়াজমাকে ঘিরেই এক তোলপাড় সোশ্যাল মিডিয়া। ভারত, পাকিস্তান বা বাংলাদেশ, সব দেশের ক্রিকেট অনুরাগীরাই কিন্তু আফগান তরুণীর রূপে মজেছেন। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় হু হু করে বড়েছে তা ফলোয়ার সংখ্যাও। সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজের নানান অন্যায়, অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলতেও দেখা প্রায়শই দেখা যায় ওয়াজমাকে। এ বারের এশিয়া কাপ সদ্যই শেষ হয়েছে, তবে তাতে ওয়াজমার জনপ্রিয়তা খুব একটা কমবে বলে কিন্তু মনে হয় না।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই দক্ষিণ আফ্রিকা দলের কোচের দায়িত্ব ছাড়ছেন বাউচার