CFL Match Postponed: পঞ্চায়েত ভোটে ব্যস্ত পুলিশ, পিছিয়ে গেল কলকাতা লিগে মহমেডান-ইউনাইটেড এসসি ম্যাচ
Football News: পঞ্চায়েত ভোট নিয়ে পুলিশ এতই ব্যস্ত যে, কলকাতা ফুটবল লিগে (CFL) পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার আশ্বাসই দিতে পারছে না। যে কারণে কলকাতা লিগে পিছিয়ে যাচ্ছে ম্যাচ!
কলকাতা: দরজায় হাজির পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। গ্রাম বাংলার দখল কার, তা নিয়ে ধুন্ধুমার লড়াই রাজনৈতিক দলগুলির মধ্যে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাজ্য বনাম কেন্দ্র চাপানউতোর এখনও চলছে। আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনি এনে ভোট হচ্ছে। তবে ব্য়স্ততার অন্ত নেই রাজ্য পুলিশেরও। এতটাই যে, ময়দানেও পড়তে চলেছে ভোটের প্রভাব।
কীভাবে? পঞ্চায়েত ভোট নিয়ে পুলিশ এতই ব্যস্ত যে, কলকাতা ফুটবল লিগে (CFL) পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার আশ্বাসই দিতে পারছে না। যে কারণে কলকাতা লিগে পিছিয়ে যাচ্ছে ম্যাচ!
কলকাতা লিগ শুরু হয়ে গিয়েছে। কলকাতার তিন প্রধানের মধ্যে বুধবারই মাঠে নেমে পড়েছে মোহনবাগান। প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করেছে সবুজ-মেরুন শিবির। বৃহস্পতিবার দুপুরে নিজেদের মাঠে নামার কথা ছিল মহমেডানের। কিন্তু সূত্রের খবর, বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ (IFA) জানিয়েছে, কলকাতা পুলিশ ওই ম্যাচে নিরাপত্তার জন্যে পর্যাপ্ত পুলিশকর্মী দিতে পারবে না। পঞ্চায়েত নির্বাচনের কারণে বেশিরভাগ পুলিশই ব্যস্ত। বিভিন্ন জায়গায় দায়িত্ব সামলাতে হচ্ছে তাঁদের। তাই আইএফএ-র তরফে মহমেডান স্পোর্টিং বনাম ইউনাইটেড এসসি ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে।
📢 𝐔𝐑𝐆𝐄𝐍𝐓 𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐌𝐄𝐍𝐓 🚨#CFL23 pic.twitter.com/Pr8vHphk7N
— Mohammedan SC (@MohammedanSC) July 5, 2023
ময়দানের আর এক প্রধান ইস্টবেঙ্গলের ম্যাচও পিছিয়ে যেতে পারে। ১১ জুলাই রাজ্যের পঞ্চায়েত ভোটের গণনা ও ফলপ্রকাশ। তার আগের দিন, ১০ জুলাই লাল-হলুদ শিবিরের প্রথম ম্যাচ পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে। পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশ নিয়েও পুলিশি ব্যস্ততা তুঙ্গে থাকবে। ফলে ইস্টবেঙ্গল ম্যাচেও পর্যাপ্ত পুলিশ দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পিছিয়ে যেতে পারে সেই ম্যাচও। তবে আইএফএ বা ইস্টবেঙ্গল, কেউই আনুষ্ঠানিকভাবে এখনও কোনও বিবৃতি দেয়নি।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন